সূরা আল-লাহাব
تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبّ
مَا أَغْنَىٰ عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ
سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ
وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ
فِي جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍ
উচ্চারণঃতাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব। মাআগনা-‘আনহু মা-লুহূওয়ামা-কাছাব। ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব। ওয়ামরাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব। ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।
যে ব্যক্তি সূরা লাহাব তিলাওয়াত করবে, আল্লাহ তা‘আলা তাকে ও আবূ লাহাবকে একি ঘরে একত্রিত করবেন না।
তাফসীরে কাশশাফ; আল হাওয়ী ফী তাফসীরি কুরআনিল কারীম, সূরা লাহাব দ্রষ্টব্য
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে