অনিয়মিত মাসিকচক্র
সমস্যা তিনদিনের কম ও দশদিনের অধিক স্রাব হওয়া, একমাসে একাধিকবার ঋতুস্রাব হওয়া অথবা কয়েকমাস পর পর হয়ে লম্বা সময় ধরে হতে থাকা। লক্ষণ মাসের পর মাস স্রাব হওয়া কিংবা বয়স না হলেও স্রাব বন্ধ হয়ে যাওয়া, স্রাব চলাকালে তলপেটে অতিরিক্ত ব্যথা করা। স্রাব বন্ধ থাকাকালে অতিরিক্ত সাদা স্রাব হওয়া। অনিদ্রা হওয়া, দুঃস্বপ্ন ও বোবা ধরা। রুকইয়াহ জ্বিনের আসর বা তাবিজ করা হয়েছে কিনা তা বুঝতে জ্বিনের রুকইয়াহ করবে। যদি জ্বিন হাজির হয় তবে পূর্বে বর্ণিত নিয়মে জ্বিনকে বিদায় করবে। যদি জ্বিন না আসে তবে দুইটি বোতলে নিম্নোক্ত সুরাগুলো পড়ে ফুঁ দিবে, একটি বোতলে মধু মিশিয়ে রোগী পান করবে ও আরেকটির পানি দিয়ে গোসল করাবে।
অনিয়মিত ঋতুস্রাব (মাসিক) ও বেদনার চিকিৎসা: যদি কোন স্ত্রীলোকের মাসিক রীতিমতো না হয়, যার কারণে ব্যথায় কষ্ট পায়, তাকে নিম্নবর্ণিত কুরআনুল কারীমের আয়াত তিনটি কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলিম এর মাধ্যমে লিখে কোমরে বেঁধে দিবে। এমন ভাবে বাঁধতে হবে, যেন তাবিজ জরায়ুর উপরে থাকে। ইনশাআল্লাহ আরোগ্য লাভ করবে। আয়াত তিনটি এই : وَجَعَلۡنَا فِیۡہَا جَنّٰتٍ مِّنۡ نَّخِیۡلٍ وَّاَعۡنَابٍ وَّفَجَّرۡنَا فِیۡہَا مِنَ الۡعُیُوۡنِ ۙ এতে আমি সৃষ্টি করি খর্জুর ও আঙুরের উদ্যান এবং এতে উৎসারিত করি প্রস্রবণ, —ইয়াসীন - ৩৪ لِیَاۡکُلُوۡا مِنۡ ثَمَرِہٖ ۙ وَمَا عَمِلَتۡہُ اَیۡدِیۡہِمۡ ؕ اَفَلَا یَشۡکُرُوۡنَ যাতে এরা আহার করতে পারে এর ফলমূল হতে, অথচ এদের হস্ত তা সৃষ্টি করে নাই। তবুও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না ? —ইয়াসীন - ৩৫ اَوَلَمۡ یَرَ الَّذِیۡنَ کَفَرُوۡۤا اَنَّ السَّمٰوٰتِ وَالۡاَرۡضَ کَانَتَا رَتۡقًا فَفَتَقۡنٰہُمَا ؕ وَجَعَلۡنَا مِنَ الۡمَآءِ کُلَّ شَیۡءٍ حَیٍّ ؕ اَفَلَا یُؤۡمِنُوۡنَ যারা কুফরী করে তারা কি ভেবে দেখে না যে, আকাশমণ্ডলী ও পৃথিবী মিশে ছিল ওতপ্রোতভাবে, এরপর আমি উভয়কে পৃথক করে দিলাম ; এবং প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি হতে; তবু কি এরা ঈমান আনবে না ? —আল আম্বিয়া - ৩০
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে