সহবাসে অক্ষমতার রুকাইয়া
সমস্যা এই সমস্যা দুই কারণে হতে পারে। এক: জাদুর জন্য। দুই: বিশেষ কোনো রোগ বা শারীরিক সমস্যা। যদি জাদুর কারণে হয়ে থাকে তবে সহবাসের সময় মেয়েরা অনুভূতিহীন জড়বস্তুর মত হয়ে যায়, এবং ছেলেদের যৌনাঙ্গ সব সময় ঠিক থাকলেও সহবাসের সময় অক্ষম হয়ে পড়ে। লক্ষণ বিয়ের আগে সুস্থ থাকলেও বিয়ের পর যৌনমিলনে অক্ষম হয়ে যাওয়া, সহবাসে অনীহা কাজ করা, অনুভূতি হারিয়ে ফেলা। সহবাসের সময় একে অপরকে বাধা দেয়া বা সহবাস করতে বিরক্ত লাগা, জরায়ু থেকে রক্ত বের হওয়া ইত্যাদি। রুকইয়াহ জ্বিনের আসর বা তাবিজ করা হয়েছে কিনা তা বুঝতে জ্বিনের রুকইয়াহ করবে। জিনের আসর না থাকলে যদি জাদুর লক্ষণ প্রকাশ পায় যেমনঃ পেট ব্যথা, ঘাড়-পিঠ ব্যথা, কান্না পাওয়া ইত্যাদি তবে বুঝবে জ্বিন দ্বারা জাদু করা হয়নি। তখন নিম্নোক্ত সুরা পড়ে রুকইয়াহ করবে ও পানিতে ফুঁ দিয়ে তা রোগী পান করবে এবং গোসল করবে।
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে