কুরআনে বর্ণিত শান্তি ও সাফল্যের দু‘আ-১৯
۞  رَبِّ  هَـبْ  لِـىْ  حُـكْـمًـا  وَّاَلْحِـقْـنِـىْ  بِـالـصّٰـلِـحِـيْـنَ وَاجْـعَـلْ  لِّـىْ  لِـسَـانَ  صِـدْقٍ فِـى الاٰخِـرِيْـنَ  وَاجۡعَلۡنِیۡ مِنۡ وَّرَثَۃِ جَنَّۃِ النَّعِیۡمِ
অর্থঃহে আমাদের প্রতিপালক! আমাকে জ্ঞান দান করুন। এবং সৎকর্মপরায়ণদের মধ্যে শামিল কর। এবং পরবর্তীকালীন লোকদের মধ্যে আমার পক্ষে এমন রসনা সৃষ্টি করুন, যা আমার সততার সাক্ষ্য দেবে। এবং আমাকে সুখময় জান্নাতের অধিকারীদের অন্তর্ভুক্ত করুন।
সূরা শু‘আরা, আয়াত নং: ৮৩-৮৫
দু'আর বিষয়সমূহ
38টি বিষয় পাওয়া গেছে