মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)

مشكاة المصابيح للتبريزي

১৪- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস টি

হাদীস নং: ৩২৯৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১১. তৃতীয় অনুচ্ছেদ - খুল্‘ই (খুলা‘ তালাক) ও তালাক প্রসঙ্গে
৩২৯৪। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, একদা রাসুলুল্লাহ্ (ﷺ) আমাকে বলিলেন, মুআয! জানিয়া রাখ, আল্লাহ্ তা'আলা দাস মুক্ত করা অপেক্ষা তাঁহার নিকট প্রিয়তর কোন বস্তু যমীনের উপর সৃষ্টি করেন নাই। এভাবে আল্লাহ্ তাআলা তালাক অপেক্ষা তাঁহার নিকট ঘূর্ণিততর বস্তুও যমীনের উপর তৈয়ার করেন নাই। —দারা কুতনী
كتاب النكاح
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاذُ مَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَحَبَّ إِلَيْهِ مِنَ الْعَتَاقِ وَلَا خَلَقَ اللَّهُ شَيْئًا عَلَى وَجْهِ الْأَرْضِ أَبْغَضَ إِلَيْهِ مِنَ الطَّلاقِ» . رَوَاهُ الدَّارَقُطْنِيّ
হাদীস নং: ৩২৯৬
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩২৯৬। হযরত আব্দুল্লাহ্ ইবনে মাসউদ (রাঃ) বলেন, হালালাকারী এবং যাহার জন্য হালালা করা হয়, উভয়ের প্রতি আল্লাহর রাসূল অভিশাপ করিয়াছেন। —দারেমী।
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ: لَعَنَ رسولُ الله المحلّلَ والمُحلَّلَ لَهُ. رَوَاهُ الدَّارمِيّ
হাদীস নং: ৩২৯৭
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩২৯৭। ইবনু মাজাহ (রহঃ) ’আলী, ইবনু ’আব্বাস ও উকবা ইবনু ’আমির (রাঃ) হতে বর্ণনা করেছেন।
كتاب النكاح
وَرَوَاهُ ابْنُ مَاجَهْ عَنْ عَلِيٍّ وَابْنِ عَبَّاسٍ وَعقبَة بن عَامر
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩২৯৮
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
১২. দ্বিতীয় অনুচ্ছেদ - তিন তালাকপ্রাপ্তা রমণীর বর্ণনা
৩২৯৮। তাবেয়ী হযরত সুলায়মান ইবনে ইয়াসার (রঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর দশের অধিক সাহাবীকে পাইয়াছি। তাঁহারা সকলেই ইলাকারীকে আব্দ্ধ রাখার কথা বলিতেন। —শরহে সুন্নাহ
كتاب النكاح
الْفَصْل الثَّانِي
وَعَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ قَالَ: أَدْرَكْتُ بِضْعَةَ عَشَرَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّهُمْ يَقُولُ: يُوقَفُ الْمُؤْلِي. رَوَاهُ فِي شرح السّنة