প্রশ্নঃ ১১৬১৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
শায়েখ,বতর্মানে বিভিন্ন বড় বড় ব্রেন্ড তাদের কাপড়ে Up to 70%ইত্যাদি ছাড় দিচ্ছে এবং বছরে বিভিন্ন সময় দিয়ে থাকে।
তবে তারা সবসময়েই তাদের প্রতিটি কাপড় বা পন্যে সাধারণ দাম লিখে পাশে,+vat/tax..লিখে তার জন্য এক্সট্রা দাম নেয়।এখন প্রশ্ন এই tax/vat কি সম্পূর্ণ হালাল নাকি সুদ/হারাম?শরীয়াহর দৃষ্টিতে এসব দোকান থেকে কাপড় ব্যবহারে আমার ইবাদত কবুল হবে কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
আমাদের জানা মতে সাধারণত অফারগুলোর সাথে অতিরিক্ত যে মূল্য সংযোজিত হয় সেটা সরকারী রাজস্ব বা কর। এর কারণে ধরুন ৭০% ডিসকাউন্টে যে পণ্যটা আপনি কিনতে পারতেন ৩০ টাকায় সেটা এখন হয়তো ৩৫ বা ৩৮ টাকায় কিনতে হচ্ছে। ব্যস! এতটুকুই। কাজেই এখানে সুদের কিছু আছে বলে আমাদের জানা নাই। যদি এর ব্যতিক্রম কিছু থাকা তাহলে সেটা আমাদের জানাতে পারেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন