নারীদের সুগন্ধি ব্যবহার
প্রশ্নঃ ১১৭৭২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মেয়েদের গায়ে আতর মেখে বাইরে গেলে নাকি সেই ঘ্রাণ যতজন পুরুষ এর নাকে যাবে ততজন এর সাথে জিনা করার সমান গুনাহ হবে।যদি তাই হয় তাহলে আমার প্রশ্ন হলো,যদি মেয়েরা কোনো ক্রিম-স্নো,পাউডার ইত্যাদি ব্যাবহার করে বাইরে যায় আর তা থেকে যদি ঘ্রাণ বের হয় তাহলে কি সেই ঘ্রাণ পুরুষদের নাকে গেলে কি জিনা করার সমান গুনাহ হবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইসলামের দৃষ্টিতে মহিলাদের জন্য পর পুরুষদের নিকট পারফিউম বা সুগন্ধি ব্যবহার করে যাওয়ার ব্যাপারে কঠোরভাবে নিষেধ করা হয়েছে। যেমন হাদীসে বর্ণিত হয়েছে, কেননা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
(((أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَة))ٌ
“যে মহিলা সুগন্ধি ব্যবহার করে লোকজনের নিকট দিয়ে গমন করার ফলে তারা তার ঘ্রাণ পেল সে মহিলা ব্যভিচারিণী।” (নাসাঈঃ হাদীস নং ৫০৩৬) কেননা, নারী দেহের সুগন্ধ পরপুরুষকে প্রবলভাবে আকর্ষণ করে বা যৌনতার দিকে আহ্বান করে। তবে স্বামী, মাহরাম (যাদের সাথে বিবাহ হারাম) এবং মহিলা অঙ্গণে তা ব্যবহারে কোন দোষ নেই।
কোন মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে এলে তার সালাত কবুল হবে না যতক্ষণ না তা দূর না করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন,
أَيُّمَا امْرَأَة تَطَيَّبَت ثُمَّ خَرَجَت إِلَى المسجِدِ لَم تُقبَل
لهَا صَلاَةٌ حَتى تَغتَسِل
‘‘যে মহিলা সুগন্ধি ব্যবহার করে মসজিদে যায়, সেই মহিলার গোসল না করা পর্যন্ত কোন নামায কবুল হবে না।’’ (সহীহ আল-জা-মিউস সাগীর ওয়া যিয়াদাতুহ ২৭০৩নং)
ইমাম মুনাবী রাহ. ফায়যুল ক্বাদীর গ্রন্থে বলেন, এখানে تغتسل গোসল করার দ্বারা উদ্দেশ্য হল, ধৌত করার মাধ্যমে বা অন্য কোন উপায়ে সুগন্ধির চিহ্ন দূর করা।”
মিশকাতুল মাসাবীহ এর ব্যাখ্যা গ্রন্থে মুবারকপূরী রাহ.: যদি সে সারা শরীরে সুগন্ধি ব্যবহার করে তাহলে সারা শরীর ধৌত করবে (গোসল করবে) যেন সারা শরীর থেকে সুগন্ধি দূর হয়ে যায়। আর যদি শরীরের নির্দিষ্ট কোন স্থানে সুগন্ধি মাখে তাহলে সে স্থানটা ধৌত করবে। যদিও হাদীসে এভাবে বিস্তারিত বলা হয় নি।
ইবনুল মালেক বলেন, হাদীসে এ ভাবে বলা হয়েছে এ জন্য যে, যেন মহিলারা এ বিষয়ে কঠিনভাবে সতর্ক হয়।
মোটকথা, পর পুরুষের সামনে মহিলাদের জন্য সুগন্ধি ব্যবহার করে যাওয়া হারাম এবং সুগন্ধি ব্যবহার করে মসজিদে গমণ করলে তার সালাত কবুল হবে না যতক্ষণ না তা ধৌত করার মাধ্যমে বা অন্য কোন উপায়ে দূর করা হয়।
উপরোক্ত আলোচনায় প্রতীয়মান হয় যে- মহিলাদের জন্য পারফিউম বা সুগন্ধি ব্যবহার করা জায়েয নয়, আর এক্ষেত্রে বিশেষ কোনো পারফিউমের সুগন্ধ এবং প্রসাধনীর সুগন্ধির মধ্যে কোন পার্থক্য করা হয়নি বরং হাদীসের মধ্যে রাসূলে কারীম সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ইরশাদ করেনঃ মহিলাদের প্রসাধনী এমন হবে যাতে সুগন্ধি নেই তবে রং রয়েছে, আর পুরুষের প্রসাধনী এমন হবে যাতে রং নেই সুগন্ধি রয়েছে! (মিশকাত শরীফ)
সুতরাং মহিলারা যদি এমন কোনো প্রসাধনী ব্যবহার করে বাহিরে যায়, যার থেকে সুগন্ধ বের হয় তাহলে এটাও আতর বী পারফিউম ব্যবহার এর অন্তর্ভুক্ত হবে!
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন