প্রশ্নঃ ১২৫৬৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হালাল প্রাণীর রক্ত সংগ্রহ করে শুকিয়ে পাউডার বা পেস্ট করে ব্যবহার করার শরয়ী বিধান কি?
শরয়ী দলীলের আলোকে জানানোর অনুরোধ করছি!
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
শরিয়তে সকল প্রাণীর প্রবাহিত রক্ত হারাম। কুরআনুল কারিমে আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
حُرِّمَتْ عَلَيْكُمُ الْمَيْتَةُ وَالدَّمُ وَلَحْمُ الْخِنْزِيرِ وَمَا أُهِلَّ لِغَيْرِ اللَّهِ بِهِ وَالْمُنْخَنِقَةُ وَالْمَوْقُوذَةُ وَالْمُتَرَدِّيَةُ وَالنَّطِيحَةُ وَمَا أَكَلَ السَّبُعُ إِلَّا مَا ذَكَّيْتُمْ وَمَا ذُبِحَ عَلَى النُّصُبِ وَأَنْ تَسْتَقْسِمُوا بِالْأَزْلَامِ ۚ ذَٰلِكُمْ فِسْقٌ
তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত জন্তু, রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে জবাইকৃত পশু আর শ্বাসরোধে মৃত জন্তু, শৃঙ্গাঘাতে মৃত জন্তু এবং হিংস্র পশুতে খাওয়া জন্তু; তবে তোমরা জবাই করতে পেরেছ, তা ছাড়া। আর যা মূর্তি পূজার বেদির ওপর বলি দেওয়া হয়েছে এবং জুয়ার তীর দ্বারা ভাগ্য নির্ণয় করা—এই সব পাপ কাজ...।’ (সুরা মায়িদা, আয়াত : ৩)
রক্তের মাঝে এমন বিষক্রিয়া থাকে, যার ফলে মানুষ বৃদ্ধ হয়ে যায়, প্যারালাইসিস রোগ দেখা দেয় এবং হাত পায়ের জোড়া ঢিলা হয়ে যায়।
তাছাড়া রক্ত ভক্ষণ মানুষকে হিংস্র প্রাণীর স্বভাবের দিকে ধাবিত করে, স্বভাবে ক্রোধ ও উত্তেজনা ভাব সৃষ্টি করে। তাই আল্লাহ প্রদত্ত হেকমতের দাবির ভিত্তিতে এ বস্তুগুলো হারাম করা হয়েছে।
আর রক্ত শুকিয়ে গেলেও তা হারামই থেকে যায়।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন