প্রশ্নঃ ১২৭৯৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আমি জানতে চাই স্কুইড, ওক্টোপাস বা সামুদ্রিক অন্ন্যান্য খাবার খাওয়া আমাদের জন্য যায়েয আছে কিনা ?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সামুদ্রিক ও নদীর শুধু মাছ খাওয়া জায়েজ। অন্য কোন প্রাণী খাওয়া জায়েজ নয়।
সমুদ্র বিশেষজ্ঞগণের তথ্য মতে সমুদ্র ও নদীতে যেসব প্রাণীকে মাছ বলা হয়, শুধু তাই ভক্ষণ করা যাবে। এছাড়া অন্য প্রাণী ভক্ষণ বৈধ নয়।
সেই হিসেবে বিশেষজ্ঞরা কাঁকড়া, অক্টোপাস, স্কুইড এসব মাছ নয় বলেই মনে করেন আর তাই এগুলো খাওয়া জায়েজ নয়।
তবে চিংড়ি মাছ। তাই তা ভক্ষণ করা যাবে।
দলিল- তাবইনুল হাকায়েক ৬ খণ্ড ৪৬৯ পৃষ্ঠা, আজজাবাইহ ৪খণ্ড ৪৪২ পৃষ্ঠা, রদ্দুল মুহতার ৯ খণ্ড, ৪৪১পৃষ্ঠা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাযুত তাফসির, মারকাযুল বুহুসিল ইসলামিয়া, বাড্ডা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন