প্রশ্নঃ ১৮৩৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি খুবই অল্প বয়স এর একজন মেয়ে,,, এখন সমস্যা হচ্ছে,, আমার পরিবার শোধ এর সাথে জড়িত,,মানে কিস্তি পরিশোধ করতে হলে সাথে এক্সট্রা টাকা দিতে হবে,,, তারপর আবার তারা ডিপিএস জমা করে আবার সেখানে বোনাস ও পাবে,,তো আমার মনে হল এসব শোধ এর সাথে যুক্ত,,, তাদেরকে আমি নানা ভাবে বুঝিয়েছি,,,কিন্তু তারা বুঝতেছে না,, এখন আমার করনীয় কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
সর্বপ্রথম আপনি আপনার পরিবারের হেদায়েতের জন্য দোয়া করতে থাকুন, আল্লাহ তায়ালা যেন তাদের দীলের মাঝে সুদের ভয়াবহ পরিনতি সম্পর্কে সর্তকতা দান করেন। দ্বিতীয়ত পরিবারকে বিষয়টি বোঝাতে চেষ্টা করুন এবং সুদের ভয়াবহ পরিনতির ব্যাপারে সতর্ক করতে থাকুন। আশা করছি তারা সুপথে ফিরে আসবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন