প্রশ্নঃ ১৮৮১১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
এক মুসলিম ভাই বিদেশে গিয়ে এক রেস্টুরেন্টে চাকরি করে, সেখানে মদ বিক্রি করেন, এখন আমার প্রশ্ন হলো এই ব্যক্তির জন্য এই রেস্টুরেন্টে চাকরি করা কি জায়েজ হবে?? এবং সেখান থেকে তার উপার্জিত টাকা তার জন্য কি হালাল হবে?? দয়া করে জানালে উপকৃত হতাম।
নিবেদক
আজিজুল ইসলাম
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
মুসলমানের জন্য মদের পান করা, বিক্রি কর, বিপনন করা কিংবা এজাতীয় কাজে সহযোগিতা করা জায়েজ নয়। কেননা আল্লাহ তায়ালা ইরশাদ করেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّمَا الْخَمْرُ وَالْمَيْسِرُ وَالْأَنْصَابُ وَالْأَزْلَامُ رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَاجْتَنِبُوهُ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
অন্যত্র ইরশাদ করেন,
وَتَعَاوَنُواْ عَلَى الْبرِّ وَالتَّقْوَى وَلاَ تَعَاوَنُواْ عَلَى الإِثْمِ وَالْعُدْوَانِ {المائدة:2
ওই ব্যক্তির জন্য জরুরী হলো, দ্রুত তার পেশা বা কর্মক্ষেত্র পরিবর্তন করে নেয়া।
স্মরণ রাখতে হবে যে, শুধুমাত্র জাগতিক উন্নতি সাধনের আশায় সরাসরি হারাম কাজে সহযোগিতা করা কোনো সুস্থ ও বিবেকবান মানুষের কাজ হতে পারে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন