প্রশ্নঃ ১৮৮৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ইনশাআল্লাহ এবার হজ্জে যেতে চাচ্ছি। আমার প্রশ্ন হল এহরাম বাধার সময় মেয়েদের মুখে মাস্ক থাকলে কি কোন সমস্যা হবে এই কভিড এর সিচুয়েশনে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
ইহরাম অবস্থায় নারীদের জন্য চেহারা স্পর্শকরে এমন কোনো কাপড়, পোশাক, বা নিকাব পরিধান করা জায়েজ নাই। সেই হিসেবে ইহরাম অবস্থায় নারীদের জন্য মাস্ক ব্যবহার করা না জায়েজ হবে এটাই স্বাভাবিক মাসয়ালা।
কিন্তু স্থান কাল পাত্র ভেদে এবং সময়ের প্রয়োজনে উম্মতের ফুকাহায়ে কিরামগণ কুরআন সুন্নাহের আলোকে সামগ্রিক সহজতার স্বার্থে আসল হুকুম থেকে সরে এসে মাঝেমধ্যে তার বিপরীত "সাময়িক হুকুম" প্রয়োগ করে থাকেন। শরিয়তের পরিভাষায় এটাকে জরুরত (অনন্যোপায় অবস্থা) বলে। এরকম কিছু ফিকহী মূলনীতি 'উসূলে ফিকহ' এর কিতাবাদিতে সবিস্তারে বর্ণিত হয়েছে। তন্মধ্যে একটি মূলনীতি হলো
ﺍﻟﻀﺮﻭﺭﺍﺕ ﺗﺒﻴﺢ ﺍﻟﻤﺤﻈﻮﺭﺍﺕ
"অনন্যোপায় অবস্থা নিষিদ্ধ বস্তুকেও বৈধ করে দেয়।
যদি করোনা কালীন সময়ে সৌদি কর্তৃপক্ষ হাজীদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করে দেয় তাহলে ওপরোক্ত মূলনীতির আলোকে হজ পালনকালে নারীদের জন্য মাস্ক ব্যবহার করার অবকাশ আছে। তবে যদি এব্যাপারে কর্তৃপক্ষের কোনো নির্দেশনা না থাকে তাহলে (নিজস্ব সেফটির অজুহাতে) ইহরাম অবস্থায় নারীদের জন্য মাস্ক ব্যবহার করা জায়েজ হবে না।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন