প্রশ্নঃ ১৮৯৪৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাবা যদি পকেট খরছ পরাশুনার খরছ না দেয় তাহলে না বলে টাকা নিলে কি গুনাহ হবে বা যদি মা যানেন বাবা যানেন না এমন। গুনাহ হবে কি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
প্রথমেই যে বিষয়টা বোঝা দরকার সেটা হলো শরিয়তের দৃষ্টিতে ছেলে যদি প্রাপ্তবয়স্ক (বালেগ) হয়ে যায় তাহলে পিতার ওপর তার ভরণপোষণ, পড়াশোনা কিংবা অন্য যেকোনো বিষয়ে অর্থ ব্যয় করা আবশ্যক নয়। কোনো বাবা যদি তার প্রাপ্তবয়স্ক ছেলের পিছনে একটি টাকাও ব্যয় না করে তাহলে শরঈ দৃষ্টিকোণ থেকে তাকে দোষারোপ করা যাবে না। বয়ঃপ্রাপ্ত হলে ছেলে নিজের যাবতীয় খরচ নির্বাহ করবে এটা হলো শরিয়তের বিধান।
কিন্তু দয়া এবং ইহসানের ভিত্তিতে শরীয়তের তামান্না হলো, প্রাপ্তবয়স্ক হওয়ার পরও যদি সন্তান কর্মক্ষম না হয়, কিংবা পড়াশোনায় ব্যস্ত থাকার কারণে সে উপার্জন করতে না পারে এবং বাবারও সামর্থ্য থাকে তাহলে তিনি নিজের পক্ষ থেকে ওই সন্তানের ভরণপোষণ এবং যাবতীয় খরচ নির্বাহ করবেন।
সম্পদশালী হওয়ার পরও পিতার জন্য বিষয়টি এড়িয়ে যাওয়া উচিত নয়।
কিন্তু এর কারণে কোনো সন্তানের জন্য অনুমতি ছাড়া পিতার সম্পদ ব্যবহার করা জায়েজ নাই। কেননা হাদিস শরিফে ইরশাদ হয়েছে,
لا يَحِلُّ مالُ امرِىءٍ إلا بِطِيبِ نفسٍ منه
মনোতুষ্টি ছাড়া কোনো মানুষের জন্য অন্যের মাল হালাল হবে না।
বরং এইক্ষেত্রে আবশ্যক হলো আলোচনার মাধ্যমে পারিবারিক ভাবেই বিষয়টি সমাধান করা। এবং পড়া শোনা ও বাস্তব প্রয়োজনগুলো পিতার সামনে তুলে ধরা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন