প্রশ্নঃ ২৩৪৩৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মসজিদের টাকা ঈদগাহে লাগান যাবে কি
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
সম্মানিত প্রশ্নকারী!
মসজিদের টাকা মসজিদেই খরচ করতে হবে। প্রয়োজনের অতিরিক্ত টাকা মসজিদ ফান্ডে জমা থাকবে। পরবর্তী কোনো প্রয়োজনে তা ব্যবহার করবে। যদি একান্তই মসজিদের প্রয়োজন না থাকে তাহলে উক্ত টাকা পার্শবর্তী কোনো মসজিদে দান করে দিবে। মসজিদ ছাড়া অন্য কোনো ক্ষেত্রে ব্যয় করা যাবে না। এবং কবরস্থান কিংবা মাদরাসায়ও দান করা যাবে না। কেননা ফোকাহায়ে কেরাম উল্লেখ করেছেন যে، ওয়াকফের বস্তু/সম্পদ ওয়াকফের খাতেই ব্যায় করতে হবে ।যদি ওই খাতে ব্যয়ের প্রয়োজন না থাকে তাহলে সেটা একই খাতের পার্শবর্তী কোনো স্থানে দান করে দিবে। কাজেই প্রয়োজন না থাকলে মাসজিদের টাকা আরেক মসজিদে দেওয়া যাবে।
وکذا الرباط والبئر إذا لم ینتفع بہما، فیصرف وقف المسجد والرباط والبئر والحوض إلی أقرب مسجد أو رباط أو بئر أو حوض۔ (الدر المختار) وفی شرح الملتقیٰ: یصرف وقفہا لأقرب مجانس لہا الخ۔ (رد المحتار، کتاب الوقف / مطلب فیما لو خرب المسجد أو غربہ )مستفاد : امداد الفتاوی : ۵۷۶/۲تا ۵۸۲ )
বিস্তারিত দেখতে দারুল উলুল দেওবন্দের নিচের ফতোয়াটি দেখুন।
https://darulifta-deoband.com/home/ur/waqf-mosque-madrasa/152455
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন