দাড়ি মুণ্ডনকারীর ইমামতি
প্রশ্নঃ ২৫০৪৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমিওমর বিন হাসান
আমাদের মহল্লার মসজিদের নির্ধারিত ঈমাম সাহেব উপস্থিত নাই।
সবাই সাধারণ মানুষ তাদের মাঝে একজন আছে কামিল পাস লোক তিনি ঈমামতির ইচ্ছাও প্রকাশ করেন।
তার মুখে দাড়ী নাই তিনি ক্লিন সেফ করেন।এবং মহল্লার লোকজন তাকে পছন্দ করেন না এবং সে ঈমামতি করুক তাও চান না। আর সাধারণ মানুষ তার থেকে কম জানলেও তারা পরহেজগার ও কিছু সুরা ও মাসআলা হালকা করে জানে। সাধারণ মানুষ তার থেকে সবদিক থেকেই পরহেজগার। ত এমতাবস্থায় কে ইমাম হবে উপস্থিত মজলিসে। জানালে উপকৃত হবো????
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
প্রথমত, শরীয়তের দৃষ্টিতে দাড়ি রাখা ওয়াজিব আমল। এক মুষ্টির কমে দাড়ি মুন্ডানো বা কাট-ছাট করা হারাম। এটা একটা দীর্ঘস্থায়ী কবীরা গুনাহ।
দ্বিতীয়ত, যদি কোনো ব্যক্তি দাড়ি কেটে-ছেটে কিংবা মুন্ডিয়ে এক মুষ্টির কম রাখে, তাহলে এমন ব্যক্তি শরীয়তের দৃষ্টিতে ফাসিক বলে গণ্য। আর, শরীয়তের বিধান হলো, ফাসিক ব্যক্তির ইমামতি করা মাকরূহে তাহরিমী এবং তার পিছনে নামায পড়াও মাকরূহে তাহরিমী।
অতএব, যদি একটি নামাযের জামাতে সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারে এমন দাড়িওয়ালা ব্যক্তি বিদ্যমান থাকেন, তাহলে উপরে বর্ণিত ব্যক্তির শরীয়তের দৃষ্টিতে ইমামতি করার অধিকার নাই। যদিও তিনি সহিহ-শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত করতে পারেন।
হ্যাঁ, ওই নামাযের জামাতে যদি কুরআন সহিহ-শুদ্ধভাবে তিলাওয়াত করার কেউ না থাকে, তাহলে প্রয়োজনের তাগিদে বর্ণিত ব্যক্তির ইমামতি ও তার পিছনে নামায পড়া জায়েয হবে। তবে, দাড়ি না রাখার কারণে ওই ব্যক্তির গুণাহ হতেই থাকবে।
ফাতাওয়ায়ে শামী-১/৫৬০, খুলাসাতুল ফাতাওয়া-১/১৪৫, ইমদাদুল মুফতীন-৩২১, আযীযুল ফাতাওয়া-১৪৫, ফাতাওয়ায়ে রাহমানিয়া-১/২৪৬।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
ইসলামী বিশ্ববিদ্যালয়, মদিনা মুনাওয়ারা ৷
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন