ইতিকাফের আমল
প্রশ্নঃ ৫৮৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
মুহতারাম,
এতেকাফ অবস্থায় কি কি আমল করতে পারি যদি একটা তালিকা পেশ করতেন তাহলে উপকৃত হতাম!
উদাহরণস্বরূপ, প্রতিদিন সুবহানাল্লাহ এতবার, আলহামদুলিল্লাহ এতবার,ইত্যাদি।
আজকের মধ্যে উত্তর টি দিলে বেশি উপকৃত হতাম।মাআছ্ছালাম।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ইতিকাফ অবস্থায় সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কুরআনুল কারীমের তিলাওয়াত করবেন। এছাড়া চারটি যিকিরের কথা হাদীস শরীফে এসেছে।
لا إله إلا الله
استغفر الله
اسئلك الجنة
و أعوذ بِك مِن النار
অর্থ :
আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই।
আমি আল্লাহর কাছে ক্ষমা চাই।
হে আল্লাহ তোমার কাছে জান্নাত চাই।
হে আল্লাহ তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চাই।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
রেফারেন্স উত্তর :
প্রশ্নঃ ৫৮৩২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন সাধারন মানুষ,আমার প্রশ্ন হল যে সামনে লায়লাতুল কদর আসতেছে এখন আমি লাইলাতুল কদরের নিয়ত কেমন করে করব এবং লাইলাতুল কদরের নামাজ কিভাবে পড়বো । আমি অনেকের মুখে শুনেছি যে লায়লাতুল কদরের নামাজের মধ্যে প্রথমে সূরা কদর করে তারপর সূরা ইখলাস তিনবার পড়ে অর্থাৎ দুই রাকাত নামাজের মধ্যে এটা কি কোন হাদীস দ্বারা প্রমাণিত বা এমন ভাবে নামাজ পড়লে হবে কিনা হবে না ? এই লাইলাতুল কদর সম্পর্কে নামাজ পড়ার পদ্ধতি বা নিয়ম কানুন সম্পর্কে ভালোভাবে জানিয়ে দিলে খুবই কৃতজ্ঞ থাকতাম ।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
লাইলাতুল কদরে বিশেষ কোন নামায বিশেষ পদ্ধতিতে পড়া সম্পর্কে কুরআন ও হাদীসে কোন নিয়ম বেঁধে দেয়া নেই।
আপনার সুযোগ সুবিধা অনুযায়ী আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করার জন্য দুই রাকাআত দুই রাকাআত করে ধীরেসুস্থে লম্বা লম্বা কিরাত দিয়ে, লম্বা লম্বা রুকু ও সাজদাহ করে, দীর্ঘ সময় নিয়ে নফল নামায পড়ুন।
লাইলাতুল কদরের বিশেষ আমল:
আল্লাহ তাআলার কাছে মাফ ও ক্ষমা চাওয়া।
নবীজির শেখানো দোয়া
اَللّٰهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّيْ
আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী
বেশি বেশি পড়া।
লম্বা লম্বা নফল নামায পড়া।
কুরআনুল কারীম তিলাওয়াত করা।
সদাকাহ করা।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন