প্রশ্নঃ ৭৮৪৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এমন একটা আমল বলে দেন যা করলে টেলিভিশন দেখা থেকে বিরত থাকতে পারব
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمة الله وبركاته
এক নাম্বার বিষয় হলো; দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে, এখন থেকে আমি আর টেলিভিশন দেখব না।
অন্যায় ও অশ্লীলতাপূর্ণ জিনিস দেখলে আখিরাতে তার শাস্তি সম্পর্কে চিন্তা করুন এবং সর্বদা স্মরণ রাখতে চেষ্টা করুন।
ঘর থেকে টেলিভিশন বের করে দিন। যারা টেলিভিশনের ব্যবসা করে, তাদের কাছে টেলিভিশনটি বিক্রি করে দিন। বিক্রির পর অর্জিত টাকা সওয়াবের নিয়ত ছাড়া সাদাকাহ করে দিন।
যেখানে গেলে টেলিভিশন দেখা হয়ে যায়, সেখানে যাওয়া থেকে নিবৃত থাকুন।
নিজেকে ভালো কাজের সঙ্গে ব্যস্ত রাখুন।
গোটা দিনের কর্ম শৃঙ্খলা সাজিয়ে নিন। কয়টা থেকে কয়টা পর্যন্ত কোন কাজ করবেন, এভাবে সুশৃংখল পরিকল্পনা সাজিয়ে নিন। দৈনন্দিন নিজের আখিরাত কামানোর জন্য কুরআনুল কারীমের তিলাওয়াতের একটি বড় অংশ রাখুন।
কুরআনুল কারীমের তাফসীর, সীরাত, সাহাবায়ে কেরামের জীবনী পড়তে আরম্ভ করুন।
পাঁচ ওয়াক্ত নামাজের পর গুনাহ থেকে মুক্তি পাওয়ার জন্য সাহায্য চেয়ে আল্লাহর কাছে দোয়া করুন।
দৈনিক ন্যূনতম দু'রাকাত সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহর কাছে দোয়া করুন।
কোন আল্লাহ ওয়ালা মুত্তাকী আলেম এর সঙ্গে ইসলাহী সম্পর্ক করুন। তার কাছে কিছু সময় বসুন। উপদেশ গ্রহণ করুন। সর্বদা ভালো লোকদের সঙ্গে ওঠাবসা করুন। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা আপনাকে হেফাযত করবেন।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন