আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ
الترغيب والترهيب للمنذري
১৮. অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ২০ টি
হাদীস নং: ৩২১৪
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অধ্যায়: পানাহার ও সংশ্লিষ্ট বিষয়।
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩২১৪. হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত। তিনি বলেনঃ একদা নবী (ﷺ) তাঁর ছয়জন সাহাবী নিয়ে আহার করছিলেন। এমন সময় এক বেদুঈন এলো এবং সে দুই লোকমা আহার করল। রাসূলুল্লাহ (ﷺ) বলেন, যদি সে 'বিসমিল্লাহ্' বলত, তাহলে (এখাদ্যই) তোমাদের জন্য যথেষ্ট হতো।
(আবু দাউদ, তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ্। ইবনে মাজাহ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।
অন্য বর্ণনায় আরো বর্ণিত হয়েছে যে, তোমাদের কেউ আহার করলে, তার আহারের পূর্বে بِسْمِ اللَّهِ ("বিসমিল্লাহ") পড়া উচিত। যদি সে খানা খাওয়ার প্রথমে বলতে ভুলে যায়, তাহলে শেষে তার বলা উচিতঃ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ ("আল্লাহর নামে শুরু ও শেষ।") এই অতিরিক্ত বর্ণনা আবু দাউদ ও ইবনে মাজাহ শরীফেও এককভাবে স্থান পেয়েছে।)
(আবু দাউদ, তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেনঃ এই হাদীসটি হাসান-সহীহ্। ইবনে মাজাহ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত।
অন্য বর্ণনায় আরো বর্ণিত হয়েছে যে, তোমাদের কেউ আহার করলে, তার আহারের পূর্বে بِسْمِ اللَّهِ ("বিসমিল্লাহ") পড়া উচিত। যদি সে খানা খাওয়ার প্রথমে বলতে ভুলে যায়, তাহলে শেষে তার বলা উচিতঃ بِسْمِ اللَّهِ أَوَّلَهُ وَآخِرَهُ ("আল্লাহর নামে শুরু ও শেষ।") এই অতিরিক্ত বর্ণনা আবু দাউদ ও ইবনে মাজাহ শরীফেও এককভাবে স্থান পেয়েছে।)
كتاب الطعام
كتاب الطَّعَام وَغَيره 
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
3214- عَن عَائِشَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَأْكُل طَعَامه فِي سِتَّة من أَصْحَابه فجَاء أَعْرَابِي فَأَكله بلقمتين فَقَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أما إِنَّه لَو سمى كفاكم
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
وَزَاد فَإِذا أكل أحدكُم طَعَامه فليذكر اسْم الله عَلَيْهِ فَإِن نسي فِي أَوله فَلْيقل بِسم الله أَوله وَآخره
وَهَذِه الزِّيَادَة عِنْد أبي دَاوُد وَابْن مَاجَه مُفْردَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
وَزَاد فَإِذا أكل أحدكُم طَعَامه فليذكر اسْم الله عَلَيْهِ فَإِن نسي فِي أَوله فَلْيقل بِسم الله أَوله وَآخره
وَهَذِه الزِّيَادَة عِنْد أبي دَاوُد وَابْن مَاجَه مُفْردَة

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২১৫
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অধ্যায়: পানাহার ও সংশ্লিষ্ট বিষয়।
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩২১৫. হযরত সালমান ফারিসী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেছেন: যে ব্যক্তি চায় যে, তার আহার, বিশ্রাম ও শোওয়ার সময় শয়তান তার কাছে না আসুক, তার ঘরে প্রবেশকালে সালাম দেওয়া এবং 
আহারের সময় 'বিসমিল্লাহ্' বলা উচিত।
(তাবারানী বর্ণিত।)
আহারের সময় 'বিসমিল্লাহ্' বলা উচিত।
(তাবারানী বর্ণিত।)
كتاب الطعام
كتاب الطَّعَام وَغَيره 
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
3215- وَرُوِيَ عَن سلمَان الْفَارِسِي رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من سره أَن لَا يجد الشَّيْطَان عِنْده طَعَاما وَلَا مقيلا وَلَا مبيتا فليسلم إِذا دخل بَيته وليسم على طَعَامه
رَوَاهُ الطَّبَرَانِيّ
رَوَاهُ الطَّبَرَانِيّ

তাহকীক:
হাদীস নং: ৩২১৬
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অধ্যায়: পানাহার ও সংশ্লিষ্ট বিষয়।
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩২১৬. হযরত জাবির (রা) থেকে বর্ণিত। তিনি নবী (ﷺ)-কে বলতে শুনেছেন: যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশ করে এবং প্রবেশকালে ও তার আহারের সময় আল্লাহকে স্মরণ করে, তখন শয়তান তার অনুসারীদের বলে: এই ঘরে তোমাদের রাত যাপনের সুযোগ নেই এবং খানাও নেই। আর যখন সে প্রবেশকালে আল্লাহকে স্মরণ করে না, তখন শয়তান বলে: তোমরা রাত যাপনের স্থান পেয়েছ। আর যখন সে আহারের সময়ও আল্লাহকে স্মরণ করে না, তখন সে বলে, তোমরা রাত যাপন ও আহার উভয়টির সুযোগ লাভ করেছ।
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।)
(মুসলিম, আবু দাউদ, তিরমিযী, নাসাঈ ও ইবনে মাজাহ বর্ণিত।)
كتاب الطعام
كتاب الطَّعَام وَغَيره 
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
3216- وَعَن جَابر رَضِي الله عَنهُ أَنه سمع النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم يَقُول إِذا دخل الرجل بَيته فَذكر الله تَعَالَى عِنْد دُخُوله وَعند طَعَامه قَالَ الشَّيْطَان لَا مبيت لكم وَلَا عشَاء وَإِذا دخل فَلم يذكر الله عِنْد دُخُوله قَالَ الشَّيْطَان أدركتم الْمبيت وَإِذا لم يذكر الله عِنْد طَعَامه قَالَ الشَّيْطَان أدركتم الْمبيت وَالْعشَاء
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২১৭
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অধ্যায়: পানাহার ও সংশ্লিষ্ট বিষয়।
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩২১৭. হযরত রাসূলুল্লাহ (ﷺ)-এর সাহাবী উমায়্যা ইবনে মাখাশী (রা) থেকে বর্ণিত। এক ব্যক্তি আহার করছিল, আর নবী (ﷺ) তার দিকে তাকিয়ে ছিলেন। সে আহার শেষ অবধি 'বিসমিল্লাহ্' পাঠ করল না। এরপর সে খানা শেষ করে বলল, আল্লাহর নামে শুরু এবং তার নামেই শেষ। নবী (ﷺ) বললেনঃ "বিসমিল্লাহ” পাঠ না করা অবধি শয়তান তার সাথে আহার করছিল। (বিসমিল্লাহ বলার পর) তার পেটে যা ছিল সে তা বমি করে ফেলে দিয়েছে।
আবু দাউদ, নাসাঈ, হাকিম বর্ণিত। ইমান হাকিম (র) বলেনঃ হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। ইমাম দারুকুতনী (র) বলেনঃ উপরোক্ত হাদীস ব্যতীত উমায়্যা সূত্রে নবী (ﷺ) থেকে কোন হাদীস বর্ণিত হয়নি। আবু উমর নামরুবী ও অন্যান্যগণ অনুরূপ বলেছেন।
আবু দাউদ, নাসাঈ, হাকিম বর্ণিত। ইমান হাকিম (র) বলেনঃ হাদীসটি বিশুদ্ধ সনদে বর্ণিত। ইমাম দারুকুতনী (র) বলেনঃ উপরোক্ত হাদীস ব্যতীত উমায়্যা সূত্রে নবী (ﷺ) থেকে কোন হাদীস বর্ণিত হয়নি। আবু উমর নামরুবী ও অন্যান্যগণ অনুরূপ বলেছেন।
كتاب الطعام
كتاب الطَّعَام وَغَيره 
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
3217- وَعَن أُميَّة بن مخشي رَضِي الله عَنهُ وَكَانَ من أَصْحَاب رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَن رجلا كَانَ يَأْكُل وَالنَّبِيّ صلى الله عَلَيْهِ وَسلم ينظر فَلم يسم الله حَتَّى كَانَ فِي آخر طَعَامه فَقَالَ بِسم الله أَوله
وَآخره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا زَالَ الشَّيْطَان يَأْكُل مَعَه حَتَّى سمى فَمَا بَقِي فِي بَطْنه شَيْء إِلَّا قاءه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
مخشي بِفَتْح الْمِيم وَسُكُون الْخَاء الْمُعْجَمَة بعدهمَا شين مُعْجمَة مَكْسُورَة وياء
قَالَ الدَّارَقُطْنِيّ لم يسند أُميَّة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير هَذَا الحَدِيث وَكَذَا قَالَ أَبُو عمر النمروي وَغَيره
وَآخره فَقَالَ النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم مَا زَالَ الشَّيْطَان يَأْكُل مَعَه حَتَّى سمى فَمَا بَقِي فِي بَطْنه شَيْء إِلَّا قاءه
رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
مخشي بِفَتْح الْمِيم وَسُكُون الْخَاء الْمُعْجَمَة بعدهمَا شين مُعْجمَة مَكْسُورَة وياء
قَالَ الدَّارَقُطْنِيّ لم يسند أُميَّة عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم غير هَذَا الحَدِيث وَكَذَا قَالَ أَبُو عمر النمروي وَغَيره

তাহকীক:
হাদীস নং: ৩২১৮
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
অধ্যায়: পানাহার ও সংশ্লিষ্ট বিষয়।
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
আহারের পূর্বে বিসমিল্লাহ 'বলার প্রতি অনুপ্রেরণা এবং তা বর্জনের প্রতি ভীতি প্রদর্শন
৩২১৮. হযরত হুযায়ফা ইবনে ইয়ামান (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রাসুলুল্লাহ (ﷺ)-এর সাথে খানার মজলিসে উপস্থিত হলে রাসুলুল্লাহ (ﷺ) খানায় হাত রেখে খানা শুরু না করা পর্যন্ত আমাদের কেউ হাত রাখত না। একবার আমরা তাঁর সংগে একখানার মজলিসে উপস্থিত ছিলাম। সে সময় এক বেদুঈন এলো, মনে হচ্ছিল যেন তাকে তাড়া দিয়ে আনা হয়েছে। সে খানার মধ্যে হাত দিতে উদ্যত হল। তখন রাসূলুল্লাহ্ (ﷺ) তার হাত ধরে ফেলেন। এরপর একটি মেয়ে আসে, মনে হচ্ছিল যেন তাকে তাড়া দিয়ে আনা হয়েছে। সে খানার মধ্যে হাত দিতে উদ্যত হল। তখন রাসূলুল্লাহ (ﷺ) তারও হাত ধরে ফেলেন। এরপর রাসূলুল্লাহ (ﷺ) বলেন, নিশ্চয়ই শয়তান তখনই খানা বৈধ মনে করে, যখন তাতে আল্লাহর নাম নেওয়া হয় না। তাই, সে এক বেদুঈনকে নিয়ে এলো, যেন তার দ্বারা নিজের জন্য খানা বৈধ করে নিতে পারে। তাই আমি তার হাত ধরে ফেললাম। এরপর সে একটি মেয়ে নিয়ে এসে খানা নিজের জন্য বৈধ করতে চাইল। তাই আমি তার হাতও ধরে ফেললাম। সেই সত্তার শপথ, যাঁর হাতে আমার জীবন। তাদের হাতের সাথে তার (শয়তান) হাতও আমার হাতে মুষ্টিবদ্ধ হয়েছে।
(মুসলিম, নাসাঈ ও আবু দাউদ বর্ণিত। হাফিয মুনযিরী (র) বলেন, الحمد بعد الأكل শীর্ষক অনুচ্ছেদ ইবনে
আব্বাস (রা) সূত্রে "বিসমিল্লাহ পড়া" সম্বলিত বর্ণনা সামনে আসবে।)
(মুসলিম, নাসাঈ ও আবু দাউদ বর্ণিত। হাফিয মুনযিরী (র) বলেন, الحمد بعد الأكل শীর্ষক অনুচ্ছেদ ইবনে
আব্বাস (রা) সূত্রে "বিসমিল্লাহ পড়া" সম্বলিত বর্ণনা সামনে আসবে।)
كتاب الطعام
كتاب الطَّعَام وَغَيره 
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
التَّرْغِيب فِي التَّسْمِيَة على الطَّعَام والترهيب من تَركهَا
3218- وَعَن حُذَيْفَة هُوَ ابْن الْيَمَانِيّ رَضِي الله عَنهُ قَالَ كُنَّا إِذا حَضَرنَا مَعَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم طَعَاما لم يضع أَحَدنَا يَده حَتَّى يبْدَأ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم وَإِنَّا حَضَرنَا مَعَه طَعَاما فجَاء أَعْرَابِي كَأَنَّمَا يدْفع فَذهب ليضع يَده فِي الطَّعَام فَأخذ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِيَدِهِ ثمَّ جَاءَت جَارِيَة كَأَنَّمَا تدفع فَذَهَبت لتَضَع يَدهَا فِي الطَّعَام فَأخذ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بِيَدِهَا وَقَالَ إِن الشَّيْطَان يسْتَحل الطَّعَام الَّذِي لم يذكر اسْم الله عَلَيْهِ وَإنَّهُ جَاءَ بِهَذَا الْأَعرَابِي يسْتَحل بِهِ فَأخذت بِيَدِهِ وَجَاء بِهَذِهِ الْجَارِيَة يسْتَحل بهَا فَأخذت بِيَدِهَا فوالذي نَفسِي بِيَدِهِ إِن يَده لفي يَدي مَعَ أَيْدِيهِمَا
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد
قَالَ الْحَافِظ وَيَأْتِي ذكر التَّسْمِيَة فِي حَدِيث ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي الْحَمد بعد الْأكل
رَوَاهُ مُسلم وَالنَّسَائِيّ وَأَبُو دَاوُد
قَالَ الْحَافِظ وَيَأْتِي ذكر التَّسْمِيَة فِي حَدِيث ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي الْحَمد بعد الْأكل

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২১৯
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সোনা অথবা রূপার পাত্র ব্যবহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য তা হারাম
৩২১৯. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে যেন নিজের পেটে জাহান্নামের আগুন ভর্তি করে।
(বুখারী, ও মুসলিম বর্ণিত। ইমাম মুসলিমের অন্য বর্ণনায় আছেঃ "যে ব্যক্তি সোনা-রূপার পাত্রে পানাহার করে, সে যেন নিজের পেটে জাহান্নামের আগুন ভর্তি করে"।
তার অন্য বর্ণনায় আছেঃ "যে ব্যক্তি সোনা অথবা রূপার পাত্রে পান করে, সে যেন নিজের পেটে জাহান্নামের আগুন টেনে টেনে ভর্তি করে"।)
(বুখারী, ও মুসলিম বর্ণিত। ইমাম মুসলিমের অন্য বর্ণনায় আছেঃ "যে ব্যক্তি সোনা-রূপার পাত্রে পানাহার করে, সে যেন নিজের পেটে জাহান্নামের আগুন ভর্তি করে"।
তার অন্য বর্ণনায় আছেঃ "যে ব্যক্তি সোনা অথবা রূপার পাত্রে পান করে, সে যেন নিজের পেটে জাহান্নামের আগুন টেনে টেনে ভর্তি করে"।)
كتاب الطعام
التَّرْهِيب من اسْتِعْمَال أواني الذَّهَب أَو الْفضة وتحريمه على الرِّجَال وَالنِّسَاء
3219- عَن أم سَلمَة رَضِي الله عَنْهَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الَّذِي يشرب فِي آنِية الْفضة إِنَّمَا يجرجر فِي بَطْنه نَار جَهَنَّم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَفِي رِوَايَة لمُسلم إِن الَّذِي يَأْكُل أَو يشرب فِي آنِية الذَّهَب وَالْفِضَّة إِنَّمَا يجرجر فِي بَطْنه نَار جَهَنَّم
وَفِي أُخْرَى لَهُ من شرب فِي إِنَاء من ذهب أَو فضَّة فَإِنَّمَا يجرجر فِي بَطْنه نَارا من جَهَنَّم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
وَفِي رِوَايَة لمُسلم إِن الَّذِي يَأْكُل أَو يشرب فِي آنِية الذَّهَب وَالْفِضَّة إِنَّمَا يجرجر فِي بَطْنه نَار جَهَنَّم
وَفِي أُخْرَى لَهُ من شرب فِي إِنَاء من ذهب أَو فضَّة فَإِنَّمَا يجرجر فِي بَطْنه نَارا من جَهَنَّم

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২২০
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সোনা অথবা রূপার পাত্র ব্যবহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য তা হারাম
৩২২০. হযরত হুযায়ফা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ তোমরা রেশমী বস্ত্র পরিধান করো না, সোনা রূপার পাত্রে পান করো না এবং ঐ ধাতুর তৈরী প্লেটে আহার করো না। কেননা, এগুলো দুনিয়াতে তাদের (কাফিরদের) জন্য এবং আখিরাতে তোমাদের জন্য।
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
(বুখারী ও মুসলিম বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من اسْتِعْمَال أواني الذَّهَب أَو الْفضة وتحريمه على الرِّجَال وَالنِّسَاء
3220- وَعَن حُذَيْفَة رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول لَا تلبسوا الْحَرِير وَلَا الديباج وَلَا تشْربُوا فِي آنِية الذَّهَب وَالْفِضَّة وَلَا تَأْكُلُوا فِي صحافها فَإِنَّهَا لَهُم فِي الدُّنْيَا وَلكم فِي الْآخِرَة
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২২১
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সোনা অথবা রূপার পাত্র ব্যবহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য তা হারাম
৩২২১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন। যে ব্যক্তি দুনিয়াতে রেশমী বস্ত্র পরিধান করবে, সে আখিরাতে তা পরিধান করতে পারবে না। যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে, সে আখিরাতে তা পান করতে পারবে না। যে ব্যক্তি (দুনিয়াতে) সোনা-রূপার পাত্রে পান করবে, সে আখিরাতে তাতে পান করতে পারবে না। এরপর তিনি বলেন: জান্নাতীদের জন্য রয়েছে পোশাক, জান্নাতীদের জন্য রয়েছে পানীয় এবং জান্নাতীদের জন্য রয়েছে পাত্র।
(হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সহীহ।)
(হাকিম বর্ণিত। ইমাম হাকিম (র) বলেন: হাদীসটির সনদ সহীহ।)
كتاب الطعام
التَّرْهِيب من اسْتِعْمَال أواني الذَّهَب أَو الْفضة وتحريمه على الرِّجَال وَالنِّسَاء
3221- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من لبس الْحَرِير فِي الدُّنْيَا لم يلْبسهُ فِي الْآخِرَة وَمن شرب الْخمر فِي الدُّنْيَا لم يشْربهَا فِي الْآخِرَة وَمن شرب فِي آنِية الذَّهَب وَالْفِضَّة لم يشرب بهَا فِي الْآخِرَة ثمَّ قَالَ لِبَاس أهل الْجنَّة وشراب أهل الْجنَّة وآنية أهل الْجنَّة
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد
رَوَاهُ الْحَاكِم وَقَالَ صَحِيح الْإِسْنَاد

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২২২
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
সোনা অথবা রূপার পাত্র ব্যবহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং নারী-পুরুষ নির্বিশেষে সবার জন্য তা হারাম
৩২২২. হযরত ইবনে উমর (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি রেশমী বস্ত্র পরিধান করে এবং যে ব্যক্তি রূপার পাত্রে পান করে, সে আমার দলভূক্ত নয়। যে স্ত্রী তার স্বামীর উপর উৎপীড়ন করে এবং যে গোলাম তার মনিবের অবাধ্য, সে আমার দলভূক্ত নয়।
(তাবারানী বর্ণিত আবদুল্লাহ্ ইবনে মসলিম আবু তায়্যিবা ব্যতীত তার বর্ণনাকারীগণ সকলেই বিশ্বস্ত।)
(তাবারানী বর্ণিত আবদুল্লাহ্ ইবনে মসলিম আবু তায়্যিবা ব্যতীত তার বর্ণনাকারীগণ সকলেই বিশ্বস্ত।)
كتاب الطعام
التَّرْهِيب من اسْتِعْمَال أواني الذَّهَب أَو الْفضة وتحريمه على الرِّجَال وَالنِّسَاء
3222- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من لبس الْحَرِير وَشرب من الْفضة فَلَيْسَ منا وَمن خبب امْرَأَة على زَوجهَا أَو عبدا على موَالِيه فَلَيْسَ منا
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا عبد الله بن مُسلم أَبَا طيبَة
رَوَاهُ الطَّبَرَانِيّ وَرُوَاته ثِقَات إِلَّا عبد الله بن مُسلم أَبَا طيبَة

তাহকীক:
হাদীস নং: ৩২২৩
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৩. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমাদের কেউ যেন বামহাতে না খায় এবং বাম হাতে পানও না করে। কেননা, শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে পান করে। তিনি (রাবী) বলেন, নাফি' (র) তাঁর বর্ণনায় আরো বাড়িয়ে বলেছেন, সে যেন বাম হাতে কিছু গ্রহণ না করে এবং বাম হাতে কিছু দান না করে।
(মুসলিম, তিরমিযী (র) অতিরিক্ত ব্যতীত এবং মালিক ও আবু দাউদ তদনুরূপ বর্ণনা করেন।)
(মুসলিম, তিরমিযী (র) অতিরিক্ত ব্যতীত এবং মালিক ও আবু দাউদ তদনুরূপ বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3223- عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا يأكلن أحدكُم بشمال وَلَا يشربن بهَا فَإِن الشَّيْطَان يَأْكُل بِشمَالِهِ وَيشْرب بهَا قَالَ وَكَانَ نَافِع يزِيد فِيهَا وَلَا يَأْخُذ بهَا وَلَا يُعْط بهَا
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ بِدُونِ الزِّيَادَة
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد بِنَحْوِهِ
رَوَاهُ مُسلم وَالتِّرْمِذِيّ بِدُونِ الزِّيَادَة
رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد بِنَحْوِهِ

তাহকীক:
হাদীস নং: ৩২২৪
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৪. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) বলেছেন, তোমাদের উচিত ডানহাতে আহার করা, 
ডান হাতে পান করা, ডান হাতে লওয়া এবং ডান হাতে দান করা। কেননা, শয়তান বাম হাতে আহার করে,বাম হাতে পান করে, বাম হাতে দান করে এবং বাম হাতে গ্রহণ করে।
(ইবনে মাজাহ বিশুদ্ধ সনদসূত্রে বর্ণনা করেন।)
ডান হাতে পান করা, ডান হাতে লওয়া এবং ডান হাতে দান করা। কেননা, শয়তান বাম হাতে আহার করে,বাম হাতে পান করে, বাম হাতে দান করে এবং বাম হাতে গ্রহণ করে।
(ইবনে মাজাহ বিশুদ্ধ সনদসূত্রে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3224- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ليَأْكُل أحدكُم بِيَمِينِهِ وَيشْرب
بِيَمِينِهِ وليأخذ بِيَمِينِهِ وليعط بِيَمِينِهِ فَإِن الشَّيْطَان يَأْكُل بِشمَالِهِ وَيشْرب بِشمَالِهِ وَيُعْطِي بِشمَالِهِ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح
بِيَمِينِهِ وليأخذ بِيَمِينِهِ وليعط بِيَمِينِهِ فَإِن الشَّيْطَان يَأْكُل بِشمَالِهِ وَيشْرب بِشمَالِهِ وَيُعْطِي بِشمَالِهِ
رَوَاهُ ابْن مَاجَه بِإِسْنَاد صَحِيح

তাহকীক:
হাদীস নং: ৩২২৫
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৫. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) পানীয় বস্তুতে ফুঁক দিতে নিষেধ করেছেন। এক ব্যক্তি বলল: আমি যদি পাত্রে ময়লা দেখতে পাই (তাহলে কি করব)। তিনি বলেন, তুমি তা ঢেলে দেবে। সে বলল, এক নিঃশ্বাসে পান করলে আমার তৃপ্তি হয় না। নবী বললেন, এমতাবস্থায় পেয়ালাটি মুখ হতে পৃথক করে নিঃশ্বাস ত্যাগ করে নেবে।
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ।)
(তিরমিযী বর্ণিত। তিনি বলেন, হাদীসটি হাসান সহীহ।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3225- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى عَن النفخ فِي الشَّرَاب فَقَالَ رجل القذاة أَرَاهَا فِي الْإِنَاء فَقَالَ أهرقها قَالَ فَإِنِّي لَا أروى من نفس وَاحِد قَالَ فَأَبِنْ الْقدح إِذا عَن فِيك
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২২৬
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৬. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) পেয়ালার ছিদ্রপথে পানি পান করতে ও পানীয় বস্তুতে ফুঁক দিতে নিষেধ করেছেন। 
(আবু দাউদ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। তারা উভয়ে কুবরা ইবনে আবদুর রহমান ইবনে হায়বীল মিসরী মু'আফিরী থেকে বর্ণনা করেন।)
(আবু দাউদ ও ইবনে হিব্বানের সহীহ্ গ্রন্থে বর্ণিত। তারা উভয়ে কুবরা ইবনে আবদুর রহমান ইবনে হায়বীল মিসরী মু'আফিরী থেকে বর্ণনা করেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3226- وَعنهُ رَضِي الله عَنهُ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن الشّرْب من ثلمة الْقدح وَأَن ينْفخ فِي الشَّرَاب
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من رِوَايَة قُرَّة بن عبد الرَّحْمَن بن حَيْوِيل الْمصْرِيّ الْمعَافِرِي
رَوَاهُ أَبُو دَاوُد وَابْن حبَان فِي صَحِيحه كِلَاهُمَا من رِوَايَة قُرَّة بن عبد الرَّحْمَن بن حَيْوِيل الْمصْرِيّ الْمعَافِرِي

তাহকীক:
হাদীস নং: ৩২২৭
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) পাত্রে শ্বাস ফেলতে অথবা ফুঁক দিতে নিষেধ করেছেন। 
(আবু দাউদ, তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। ইবনে হিব্বান তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ পাত্রের সাথে মুখ লাগিয়ে পান করতে এবং পাত্রে ফুঁক দিতে নিষেধ করেছেন"।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ইমাম বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) প্রমুখ আবু কাতাদা (র) থেকে পাত্রে ফুঁক দেওয়া নিষেধ সম্পর্কীয় হাদীস বর্ণনা করেছেন।)
(আবু দাউদ, তিরমিযী বর্ণিত। ইমাম তিরমিযী (র) বলেন, হাদীসটি হাসান সহীহ এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত। ইবনে হিব্বান তাঁর নিজ শব্দযোগে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ পাত্রের সাথে মুখ লাগিয়ে পান করতে এবং পাত্রে ফুঁক দিতে নিষেধ করেছেন"।
[হাফিয মুনযিরী (র) বলেনঃ ইমাম বুখারী, মুসলিম, তিরমিযী ও নাসাঈ (র) প্রমুখ আবু কাতাদা (র) থেকে পাত্রে ফুঁক দেওয়া নিষেধ সম্পর্কীয় হাদীস বর্ণনা করেছেন।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3227- وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم نهى أَن يتنفس فِي الْإِنَاء أَو ينْفخ فِيهِ
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه
وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نهى أَن يشرب الرجل من فِي السقاء وَأَن يتنفس فِي الْإِنَاء
قَالَ الْحَافِظ وروى البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ النَّهْي عَن التنفس فِي الْإِنَاء من حَدِيث أبي قَتَادَة
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه
وَلَفظه إِن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نهى أَن يشرب الرجل من فِي السقاء وَأَن يتنفس فِي الْإِنَاء
قَالَ الْحَافِظ وروى البُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ النَّهْي عَن التنفس فِي الْإِنَاء من حَدِيث أبي قَتَادَة

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২২৮
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৮. হযরত আনাস ইবনে মালিক (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) তিন শ্বাসে পানি পান করতেন এবং বলতেনঃ এইভাবে পান করা তৃপ্তিদায়ক ও স্বাস্থ্যের জন্য নিরাপদ ও লঘুপাক। 
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন হাদীসটি হাসান-গরীব।)
(তিরমিযী (র) বর্ণিত। তিনি বলেন হাদীসটি হাসান-গরীব।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3228- وَعَن أنس بن مَالك رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يتنفس فِي الْإِنَاء ثَلَاثًا وَيَقُول هُوَ أمرأ وأروى
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب
رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن غَرِيب

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২২৯
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২২৯. হযরত সুমামা সূত্রে আনাস (রা) থেকে বর্ণিত। নবী (ﷺ) তিন শ্বাসে পানি পান করতেন এবং বলতেন: এটাই যথার্থ নিয়ম।
(হাফিয মুনযিরী (র) বলেন): এই হাদীসখানা আবু সাঈদ (রা) সূত্রে পেছনে বর্ণিত হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ।
এর দ্বারা বুঝা যায় যে, প্রত্যেক বারে পানি পান শেষে পাত্র থেকে নবী (ﷺ) মুখ পৃথক করে নিতেন, এরপর শ্বাস ফেলতেন। এর অর্থ এই নয় যে, তিনি পানি পাত্রে শ্বাস ফেলতেন।
(হাফিয মুনযিরী (র) বলেন): এই হাদীসখানা আবু সাঈদ (রা) সূত্রে পেছনে বর্ণিত হাদীসের সাথে সামঞ্জস্যপূর্ণ।
এর দ্বারা বুঝা যায় যে, প্রত্যেক বারে পানি পান শেষে পাত্র থেকে নবী (ﷺ) মুখ পৃথক করে নিতেন, এরপর শ্বাস ফেলতেন। এর অর্থ এই নয় যে, তিনি পানি পাত্রে শ্বাস ফেলতেন।
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3229- وَرُوِيَ أَيْضا عَن ثُمَامَة عَن أنس رَضِي الله عَنهُ أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم كَانَ يتنفس ثَلَاثًا وَقَالَ هَذَا صَحِيح
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم وَهَذَا مَحْمُول على أَنه كَانَ يبين الْقدح عَن فِيهِ كل مرّة ثمَّ يتنفس كَمَا جَاءَ فِي حَدِيث أبي سعيد الْمُتَقَدّم لَا أَنه كَانَ يتنفس فِي الْإِنَاء
قَالَ الْحَافِظ عبد الْعَظِيم وَهَذَا مَحْمُول على أَنه كَانَ يبين الْقدح عَن فِيهِ كل مرّة ثمَّ يتنفس كَمَا جَاءَ فِي حَدِيث أبي سعيد الْمُتَقَدّم لَا أَنه كَانَ يتنفس فِي الْإِنَاء

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২৩০
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২৩০. হযরত আবু সাঈদ খুদরী (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ (ﷺ) ইখতিনাসিল আসকিয়াহ অর্থাৎ মশকের মুখ খুলে তা থেকে পানি পান করতে নিষেধ করেছেন। 
(বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত।)
(বুখারী, মুসলিম ও অন্যান্য হাদীস গ্রন্থে বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3230- وَعَن أبي سعيد الْخُدْرِيّ رَضِي الله عَنهُ قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن اختناث الأسقية يَعْنِي أَن تكسر أفواهها فيشرب مِنْهَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا
رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَغَيرهمَا

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২৩১
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২৩১. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) মশকের মুখ দিয়ে পানি পান করতে নিষেধ করেছেন। কেননা, আমাকে অবহিত করা হয়েছে যে, এক ব্যক্তি পাত্রের মুখ থেকে টেনে পানি পান করে এবং তা থেকে একটি সাপ বেরিয়ে আসে। 
(ইমাম বুখারী (র) فأنبئت إلى آخره ব্যতীত সংক্ষেপে অবশিষ্টাংশ এবং হাকিম (র) পুরো হাদীস বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন, বলেন, হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ সনদ সূত্রে বর্ণিত।)
(ইমাম বুখারী (র) فأنبئت إلى آخره ব্যতীত সংক্ষেপে অবশিষ্টাংশ এবং হাকিম (র) পুরো হাদীস বর্ণনা করেন। ইমাম হাকিম (র) বলেন, বলেন, হাদীসটি বুখারীর শর্তানুযায়ী সহীহ সনদ সূত্রে বর্ণিত।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3231- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم نهى أَن يشرب من فِي السقاء فأنبئت أَن رجلا شرب من فِي السقاء فَخرجت عَلَيْهِ حَيَّة
رَوَاهُ البُخَارِيّ مُخْتَصرا دون قَوْله فأنبئت إِلَى آخِره وَرَوَاهُ الْحَاكِم بِتَمَامِهِ وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ
رَوَاهُ البُخَارِيّ مُخْتَصرا دون قَوْله فأنبئت إِلَى آخِره وَرَوَاهُ الْحَاكِم بِتَمَامِهِ وَقَالَ صَحِيح على شَرط البُخَارِيّ

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২৩২
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২৩২. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ)মশকের মুখ খুলে তা থেকে পান করতে নিষেধ করেছেন। রাসূলুল্লাহ (ﷺ)-এর এই নিষেধাজ্ঞার পর এক ব্যক্তি রাতে উঠে পান পাত্রের কাছে গেল এবং তা ভেঙ্গে ফেলল। তখন তা থেকে একটি সাপ বেরিয়ে এলো। 
(ইমাম ইবনে মাজাহ (র) যাম'আ ইবনে সালিহ্ সূত্রে, তিনি সালামা ইবনে ওয়াহারাম সূত্রে বর্ণনা করেন এবং তার সনদের অবশিষ্ট অংশ বিশ্বস্ত রাবীদের সূত্রে বর্ণিত।
خنث السقاء মশকের মুখ বাহির দিকে থেকে ভেঙ্গে ফেলা এবং সেখানে মুখ লাগিয়ে পান করা।)
(ইমাম ইবনে মাজাহ (র) যাম'আ ইবনে সালিহ্ সূত্রে, তিনি সালামা ইবনে ওয়াহারাম সূত্রে বর্ণনা করেন এবং তার সনদের অবশিষ্ট অংশ বিশ্বস্ত রাবীদের সূত্রে বর্ণিত।
خنث السقاء মশকের মুখ বাহির দিকে থেকে ভেঙ্গে ফেলা এবং সেখানে মুখ লাগিয়ে পান করা।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3232 - وَعَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا قَالَ نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن اختناث الأسقية فَإِن رجلا بَعْدَمَا نهى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم عَن ذَلِك قَامَ من اللَّيْل إِلَى السقاء فاختنثه فَخرجت عَلَيْهِ مِنْهُ حَيَّة
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق زَمعَة بن صَالح عَن سَلمَة بن وهرام وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
خنث السقاء واختنثه إِذا كسر فَمه إِلَى خَارج فَشرب مِنْهُ
رَوَاهُ ابْن مَاجَه من طَرِيق زَمعَة بن صَالح عَن سَلمَة بن وهرام وَبَقِيَّة إِسْنَاده ثِقَات
خنث السقاء واختنثه إِذا كسر فَمه إِلَى خَارج فَشرب مِنْهُ

তাহকীক:
 হাদীসের ব্যাখ্যা
হাদীসের ব্যাখ্যাহাদীস নং: ৩২৩৩
 অধ্যায়ঃ পানাহার সংশ্লিষ্ট বিষয়
বাম হাতে পানাহার করার প্রতি ভীতি প্রদর্শন এবং খাবার পাত্রে নিঃশ্বাস ফেলা, পাত্র থেকে পান করা এবং ভাঙ্গা পাত্রে পান করা নিষেধ
৩২৩৩. হযরত ঈসা ইবনে আবদুল্লাহ তাঁর পিতা উনায়স (রা) থেকে বর্ণনা করেন, নবী (ﷺ) উহুদের দিন একটি (পানির) পাত্র নিয়ে আসার নির্দেশ দেন এবং বলেন, মশকের মুখ ভেঙ্গে ফেল। এরপর তা থেকে পান কর।
 
(ইমাম আবু দাউদ (র) উবায়দুল্লাহ ইবনে উমার থেকে এবং বায়হাকী (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এ কথা পরিষ্কার যে, নিষেধাজ্ঞা সম্পর্কীয় হাদীস এর পরে বর্ণিত হয়ে থাকবে।
[হাফিয মুনযিরী (র) বলেন]: ইমাম তিরমিযী (র)ও বর্ণনা করেন এবং তিনি বলেনঃ হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ নয়। কেননা, উবায়দুল্লাহ্ ইবনে উমার হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল এবং আমি জানি না, সে ঈসা থেকে শুনে বর্ণনা করেছে কি-না। আল্লাহ সর্বজ্ঞ।)
(ইমাম আবু দাউদ (র) উবায়দুল্লাহ ইবনে উমার থেকে এবং বায়হাকী (র) থেকে বর্ণনা করেন। তিনি বলেন, এ কথা পরিষ্কার যে, নিষেধাজ্ঞা সম্পর্কীয় হাদীস এর পরে বর্ণিত হয়ে থাকবে।
[হাফিয মুনযিরী (র) বলেন]: ইমাম তিরমিযী (র)ও বর্ণনা করেন এবং তিনি বলেনঃ হাদীসটির সনদসূত্র বিশুদ্ধ নয়। কেননা, উবায়দুল্লাহ্ ইবনে উমার হাদীস বর্ণনার ক্ষেত্রে দুর্বল এবং আমি জানি না, সে ঈসা থেকে শুনে বর্ণনা করেছে কি-না। আল্লাহ সর্বজ্ঞ।)
كتاب الطعام
التَّرْهِيب من الْأكل وَالشرب بالشمال وَمَا جَاءَ فِي النَّهْي عَن النفخ فِي الْإِنَاء وَالشرب من فِي السقاء وَمن ثلمة الْقدح
3233- وَعَن عِيسَى بن عبد الله بن أنيس عَن أَبِيه أَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم دَعَا بإداوة يَوْم أحد فَقَالَ اخنث الْإِدَاوَة ثمَّ اشرب من فِيهَا
رَوَاهُ أَبُو دَاوُد عَن عبيد الله بن عمر عَنهُ وَمن طَرِيقه الْبَيْهَقِيّ وَقَالَ الظَّاهِر أَن خبر النَّهْي كَانَ بعد هَذَا
قَالَ الْحَافِظ وَرَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَقَالَ لَيْسَ إِسْنَاده بِصَحِيح
عبيد الله بن عمر يضعف فِي الحَدِيث وَلَا أَدْرِي سمع من عِيسَى أم لَا وَالله أعلم
رَوَاهُ أَبُو دَاوُد عَن عبيد الله بن عمر عَنهُ وَمن طَرِيقه الْبَيْهَقِيّ وَقَالَ الظَّاهِر أَن خبر النَّهْي كَانَ بعد هَذَا
قَالَ الْحَافِظ وَرَوَاهُ التِّرْمِذِيّ أَيْضا وَقَالَ لَيْسَ إِسْنَاده بِصَحِيح
عبيد الله بن عمر يضعف فِي الحَدِيث وَلَا أَدْرِي سمع من عِيسَى أم لَا وَالله أعلم

তাহকীক: