আসহাবে কাহাফের কুকুরটির জান্নাতে যাওয়া প্রসঙ্গে
প্রশ্নঃ ২৫৮৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১)আসহাবে কাহাফের কুকুরটি কি জান্নাতে যাবে? ২)আমাদের জাতীয় সংগীতে " ও মা ফাগুনে " বলা হয় এ মা দ্বারা কালী মা বুঝানো হলে কি শিরক হবে? ৩) এক বোন তার স্বামী ৫ ওয়াক্ত নামাজ আদায় সকলের সাথে ভালো আচরণ চলাফেরা কিন্তু ঘরে আসার পর কোন কারণ ছাড়া তার স্ত্রীর সাথে খুব খারাপ আচরণ করে, বংশ নিয়ে কথা বলে এ স্বামী শাস্তি কি কুরআন কুরআন বললে ভাল হয়। তাকে বুঝানোর জন্য। ৪) মৃত ব্যক্তি মৃত্যুর দশ দিন পর বা বিশ দিন পর রুটি দেওয়া হয়। মৃত ব্যক্তির দশা দূর হওয়ার জন্য। যাদের রুটি দেওয়া হয় তাদের পিতা মাতা মৃত থাকতে হয়।এটা শরীয়ত সম্মত কি?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
কুরআন মজীদ বা কোনো সহীহ হাদীসে এ বিষয়টি উল্লেখ নেই। কোনো সাহাবী থেকেও সহীহ সনদে তা পাওয়া যায় না।
তবে তাফসীরে আবুস সউদ, তাফসীরে মাযহারী ও রূহুল মাআনী ইত্যাদি তাফসীর-গ্রন্থের লেখকগণ প্রখ্যাত তাবেয়ী খালেদ ইবনে মা’দান i এর উদ্ধৃতিতে আসহাবে কাহাফের সঙ্গী কুকুরটির জান্নাতে যাওয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু এর কোনো সনদ বা সূত্র পাওয়া যায় না।
উল্লেখ্য যে, এ বিষয়টি যেহেতু কোনো আকীদা বা আমলের সাথে সংশ্লিষ্ট নয় তাই এ নিয়ে প্রশ্নোত্তর, আলোচনায় মূল্যবান সময় ব্যয় করা উচিত নয়।
সূত্র
তাফসীরে আবুস সাউদ, খন্ড: ৪, পৃষ্ঠা: ১৭৮
তাফসীরে মাযহারী, খন্ড: ৬, পৃষ্ঠা: ২১
তাফসীরে রূহুল মাআনী, খন্ড: ৮, পৃষ্ঠা: ২২৮
হায়াতুল হাইওয়ান, খন্ড: ২, পৃষ্ঠা: ২৬২
মাসিক আল কাউসার
মার্চ, ২১
والله اعلم بالصواب
উত্তর দাতা:
শিক্ষক, জামিয়া ইসলামিয়া ইবরাহিমিয়া দারুল উলুম মেরাজনগর, কদমতলী, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন