তায়াম্মুমের সঠিক নিয়ম।
প্রশ্নঃ ২৯৯১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, tayammum corar niyom
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তায়াম্মুমের ফরজসমূহ
তায়াম্মুমের ফরজ তিনটি—
১। পবিত্রতা অর্জনের নিয়ত করা
২। পুরো চেহারা একবার মাসেহ করা।
৩। উভয় হাত কনুই পর্যন্ত মাসেহ করা। (দারাকুতনি : ৬৯৭)
তায়াম্মুমের সুন্নতসমূহ
নিম্নলিখিত বিষয়গুলো তায়াম্মুমের সুন্নত—
১। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ পড়া। (জমউল জাওয়ামে : ১/১৫৭৮৭)
২। ধারাবাহিকতা রক্ষা করা। (আবু দাউদ, হাদিস : ২৭৯)
৩। মুখমণ্ডল ও হাত মাসেহ করার মাঝখানে অন্য কোনো কাজ না করা। (আবু দাউদ, হাদিস : ২৭২)
৪। মাটির মধ্যে হাত আগে-পিছে নড়াচড়া করা। (দারাকুতনি : ৬৯৭)
৫। মাটির ওপর হাত মারার পর উভয় হাত ঝেড়ে ফেলা। (মুসলিম, হাদিস : ৫৫৩; ইবনে মাজাহ, হাদিস : ৫৬৩)
৬। মাটির ওপর হাত রাখার সময় আঙুলগুলো খোলা রাখা। (দারাকুতনি : ৬৯৭)
তায়াম্মুমের সঠিক নিয়ম।
তায়াম্মুম করতে হলে প্রথমেই নিয়ত করতে হবে।
তারপর বিসমিল্লাহ পড়তে হবে।
তারপর পবিত্র মাটি বা মাটি জাতীয় দ্রব্যের উপর উভয় হাত(হাতের তালু) রেখে হাতকে সামনে ও পিছনে একবার টান দিতে হবে।
এরপর উভয় হাতকে একসাথে করে ঝাড়া দিতে হবে যেন হাতের অতিরিক্ত ধুলা পড়ে যায়।
অতঃপর উভয় হাত দিয়ে সমস্ত মুখমণ্ডল একবার মাসেহ করতে হবে।
আবার উভয় হাতকে আগের মতো মাটিতে রেখে সমনে ও পিছনে টান দিয়ে ঝেড়ে ফেলতে হবে।
এরপর প্রথমে ডানহাত দিয়ে বামহাতের কনুই পর্যন্ত মাসেহ করতে হবে পরে বামহাত দিয়ে ডানহাতের কনুই পর্যন্ত মাসেহ করতে হবে।
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিয়া মুহাম্মাদিয়া আরবিয়া মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন