মৃত-প্রসবিত সন্তানের ফজিলত
প্রশ্নঃ ৫৫৯১৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জন্মের আগে কোন শিশু মারা গেলে সেই শিশুর বাবা-মা কে কি জান্নাতে হাত ধরে টেনে নিয়ে জাবে এমন কোন সহিত হাদীস ইসলাম এ আছে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
গর্ভের সন্তান ইন্তেকাল করলেও তার ফজিলত আছে। সেই ফজিলত পাওয়ার জন্য শর্ত হলো, পিতামাতাকে ইমানের সাথে মৃত্যুবর্ণ করতে হবে।
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ مُسْلِمَيْنِ يُتَوَفَّى لَهُمَا ثَلَاثَةٌ إِلَّا أَدْخَلَهُمَا اللَّهُ الْجَنَّةَ بِفَضْلِ رَحْمَتِهِ إِيَّاهُمَا» . فَقَالُوا: يَا رَسُولَ الله أَو اثْنَان؟ قَالَ: «أواثنان» . قَالُوا: أَوْ وَاحِدٌ؟ قَالَ: «أَوْ وَاحِدٌ» . ثُمَّ قَالَ: «وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ» . رَوَاهُ أَحْمَدُ وَرَوَى ابْنُ مَاجَهْ مِنْ قَوْلِهِ: «وَالَّذِي نَفسِي بِيَدِهِ»
পরিচ্ছেদঃ ৭. তৃতীয় অনুচ্ছেদ - মৃত ব্যক্তির জন্য কাঁদা
১৭৫৪। হযরত মুআয ইবনে জাবাল (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যে কোন মুসলমান পিতা মাতার তিনটি সন্তান মারা যাইবে নিশ্চয় তাহাদিগকে আল্লাহ্ তা'আলা আপন অনুগ্রহ ও রহমতের দ্বারা বেহেশতে পৌঁছাইবেন। সাহাবীগণ জিজ্ঞাসা করিলেন, ইয়া রাসূলাল্লাহ্! অথবা দুইটি সন্তান মরিয়া যায় ? হুযূর বলিলেন, অথবা দুইটি সন্তান মরিয়া যায়। অতঃপর তাহারা জিজ্ঞাসা করিলেন, অথবা একটি মরিয়া যায় ? তিনি বলিলেন, অথবা একটি মরিয়া যায়। অতঃপর হুযূর বলিলেন, খোদার কসম, একটি মৃত-প্রসবিত সন্তানও তাহার মাকে আপন নাভী-লতা দ্বারা বেহেশতের দিকে টানিয়া লইয়া যাইবে—যদি সে (সবর করে এবং) সওয়াবের আশা রাখে। – আহমদ; কিন্তু ইবনে মাজাহ্ খোদার কসম হইতে শেষ পর্যন্ত।
মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ) (মিশকাতুল মাসাবীহ)
হাদীস নং: ১৭৫৪
হাদীসের লিংকঃ https://muslimbangla.com/hadith/36699
والله اعلم بالصواب
উত্তর দাতা:
উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন