মিশকাতুল মাসাবীহ (মিশকাত শরীফ)
مشكاة المصابيح للتبريزي
১৮- শরীআতের দন্ড বিধি অধ্যায় - এর পরিচ্ছেদসমূহ
মোট হাদীস ৭ টি
হাদীস নং: ৩৬০০
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০০। আর দারিমী বর্ণনা করেছেনঃ ইবনু ’আব্বাস (রাঃ) থেকে।
كتاب الحدود
والدارمي عَن ابْن عَبَّاس
তাহকীক:
হাদীস নং: ৩৬০১
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০১। হযরত বুসর ইবনে আরতাত (রাঃ) বলেন, আমি শুনিয়াছি, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেন; যুদ্ধ (জেহাদ) অভিযানে থাকাকালে চোরের হাত কাটা যাইবে না। —তিরমিযী, দারেমী, আবু দাউদ ও নাসায়ী, তবে আবু দাউদ ও নাসায়ী ‘যুদ্ধ’ বা জেহাদের, স্থলে 'সফর' বলিয়াছেন। (অর্থাৎ, সফর অবস্থায় চুরির জন্য হাত কাটা যাইবে না। )
كتاب الحدود
وَعَنْ بُسْرِ بْنِ أَرْطَاةَ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُقْطَعُ الْأَيْدِي فِي الْغَزْوِ» . رَوَاهُ التِّرْمِذِيُّ وَالدَّارِمِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ إِلَّا أَنَّهُمَا قَالَا: «فِي السّفر» بدل «الْغَزْو»
তাহকীক:
হাদীস নং: ৩৬০২
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০২। হযরত আবু সালামা হইতে বর্ণিত, তিনি হযরত আবু হুরায়রা (রাঃ) হইতে বর্ণনা করিয়াছেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) চোর সম্পর্কে বলিয়াছেনঃ যদি সে চুরি করে, তবে প্রথমে তাহার (ডান) হাত (কব্জী পর্যন্ত) কাটিয়া দাও । যদি সে আবার (দ্বিতীয়বার) চুরি করে, তবে তাহার (বাম) পা (গোড়ালী পর্যন্ত) কাটিয়া দাও । যদি সে পুনরায় (তৃতীয়বার) চুরি করে এইবার তাহার (বাম) হাত (কব্জী পর্যন্ত) কাটিয়া দাও । আবার যদি সে (চতুর্থবার) চুরি করে, তবে তাহার (ডান) পা কাটিয়া দাও। —শরহে সুন্নাহ্
كتاب الحدود
وَعَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسلم قَالَ فِي السَّارِقِ: «إِنْ سَرَقَ فَاقْطَعُوا يَدَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا رِجْلَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا يَدَهُ ثُمَّ إِنْ سَرَقَ فَاقْطَعُوا رِجْلَهُ» . رَوَاهُ فِي شرح السّنة
তাহকীক:
হাদীস নং: ৩৬০৩
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৩। হযরত জাবের (রাঃ) বলেন, একবার নবী (ﷺ)-এর নিকট একটি চোর আনা হইল। তিনি বলিলেনঃ তোমরা তাহার (ডান) হাত কাটিয়া দাও, সুতরাং উহা কাটা হইল। পরে আবার চুরির দায়ে তাহাকে দ্বিতীয়বার আনা হইল। এইবারও তিনি বলিলেন, তাহার (বাম) পা কাটিয়া দাও। সুতরাং উহা কাটা হইল। পরে আবার তৃতীয়বার চুরির দায়ে তাহাকে আনা হইল। এইবারও তিনি বলিলেনঃ তাহার (বাম) হাত কাটিয়া দাও। সুতরাং তাহাও কাটা হইল। পরে চতুর্থবার চুরির দায়ে তাহাকে আনা হইল। এইবার তিনি বলিলেনঃ তাহার (ডান) পাখানা কাটিয়া দাও। এইবারও তাহা কাটা হইল। অবশেষে চুরির দায়ে পঞ্চমবার তাহাকে আনা হইল। এইবার তিনি বলিলেন, ইহাকে (এই বদ্ নসীবকে) কতল করিয়া দাও। বর্ণনাকারী বলেন, আমরা তাহাকে লইয়া গেলাম এবং তাহাকে কতল করিয়া ফেলিলাম। অতঃপর আমরা তাহাকে টানিয়া আনিয়া একটি কূপের মধ্যে ফেলিয়া দিলাম এবং উপর হইতে তাহার উপর পাথর নিক্ষেপ করিলাম। –আবু দাউদ ও নাসায়ী।
كتاب الحدود
وَعَنْ جَابِرٍ قَالَ: جِيءَ بِسَارِقٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «اقْطَعُوهُ» فَقُطِعَ ثُمَّ جِيءَ بِهِ الثَّانِيَةَ فَقَالَ: «اقْطَعُوهُ» فَقُطِعَ ثُمَّ جِيءَ بِهِ الثَّالِثَةَ فَقَالَ: «اقْطَعُوهُ» فَقُطِعَ ثُمَّ جِيءَ بِهِ الرَّابِعَةَ فَقَالَ: «اقْطَعُوهُ» فَقُطِعَ فَأُتِيَ بِهِ الْخَامِسَةَ فَقَالَ: «اقْتُلُوهُ» فَانْطَلَقْنَا بِهِ فَقَتَلْنَاهُ ثُمَّ اجْتَرَرْنَاهُ فَأَلْقَيْنَاهُ فِي بِئْرٍ وَرَمَيْنَا عَلَيْهِ الحجارةَ. رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ
তাহকীক:
হাদীস নং: ৩৬০৪
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৪। আর শরহে সুন্নাহর মধ্যে চোরের হাত কাটা প্রসঙ্গে নবী (ﷺ) বলিয়াছেনঃ তাহার হাত কাটিয়া দাও এবং গরম তৈলে তাহা (ক্ষত স্থান) দাগাইয়া দাও ।
كتاب الحدود
وَرُوِيَ فِي شَرْحِ السُّنَّةِ فِي قَطْعِ السَّارِقِ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «اقْطَعُوهُ ثمَّ احسموه»
তাহকীক:
হাদীস নং: ৩৬০৫
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৫। হযরত ফাযালা ইবনে ওবায়দ (রাঃ) বলেন, একদা রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট এক চোরকে আনা হইল। তাহার হাত কাটা হইল, পরে তিনি হুকুম করিলেন, এইবার তাহার কর্তিত হাত তাহার গলার মধ্যে ঝুলাইয়া দাও (যেন ইহা দেখিয়া অন্যান্য লোক সতর্ক হইয়া যায়)। —তিরমিযী, আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الحدود
وَعَنْ فَضَالَةَ بْنِ عُبَيْدٍ قَالَ: أَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بسارقٍ فقُطِعَتْ يَدَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَعُلِّقَتْ فِي عُنُقِهِ. رَوَاهُ التِّرْمِذِيُّ وَأَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْنُ مَاجَهْ
তাহকীক:
হাদীস নং: ৩৬০৬
- শরীআতের দন্ড বিধি অধ্যায়
১. দ্বিতীয় অনুচ্ছেদ - চোরের হাত কাটা প্রসঙ্গ
৩৬০৬। হযরত আবু হুরায়রা (রাঃ) বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলিয়াছেনঃ যদি গোলাম চুরি করে তাহাকে বিক্রয় করিয়া ফেল, যদিও এক 'নাশ্বের' বিনিময়ে হয়। –আবু দাউদ, নাসায়ী ও ইবনে মাজাহ্
كتاب الحدود
وَعَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا سَرَقَ الْمَمْلُوكُ فَبِعْهُ وَلَوْ بِنَشٍّ» . رَوَاهُ أَبُو دَاوُدَ وَالنَّسَائِيُّ وَابْن مَاجَه
তাহকীক: