আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

৫৪৯৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস সালামুআলাইকুম ওয়া রহমাতুল্লাহ
আমি একটা বেসরকারী ফুড অ্যান্ড বেভারেজ কোম্পানি তে চাকরি করি এখন আমার প্রশ্ন হলো আমি কি ওই কোম্পানির পন্য খেতে পারব এবং খেলে সেটি হালাল না হারাম হবে কুরআন সুন্নাহ এর আলোকে কোনটি সঠিক জানাবেন
বিঃদ্রঃ - এই কোম্পানি তে একটি ওপেন বুথ আছে যেটা থেকে সবাই কে খেতে বলা হয় কিন্তু ওখানে সব ধরনের পন্য (যা কোম্পানি তে তৈরি হয়) পাওয়া যায় না। এখন কি আমি উৎপাদন লাইন থেকে যেগুলো বুথে পাওয়া যায় না সেগুলো খেতে পারব।
অনেকের মতে এখানে যেহেতু আমি কাজ করি তাই এখানে আমার হক আছে। জাঝাকাল্লাহ খায়রন
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ
২৭ এপ্রিল, ২০২১
W৩৭৮+VG৯
৩৯৩৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একটা কোম্পানিতে চাকরি রত আছি আমার মার্কেটিং করতে হয় কিন্তু অন্যরা মার্কেটিং করে ধরেন তারা একটি মাল ক্রয় করে দিচ্ছে 100 টাকায় কিন্তু তার মূল্য 60 টাকা তারা 40 টাকা বেশি বিল করেছে
কিন্তু আমিও সেম একটি মাল ক্রয় করেছি কিন্তু তার ক্রয় মূল্য 60 টাকা তার আগেরটা 100 টাকা কোম্পানিকে দিয়ে দিয়েছে এখন আমি যদি ৬০ টাকায় কোম্পানিকে
ওই মালটা দি তবে আমার সমস্যা হতে পারে তাই আমি 100 টাকায় দিয়েছি বকেয়া 40 টাকা আমার কাছে ছিল আমি অন্য মাল ক্রয় করে কোম্পানিতে ফ্রিতে দিয়েছি কোম্পানিকে দেখাইনি না দেখেয় ডুকানো হয়েছে
এতে কোন গুনা কারন আমি হারাম খাইতে যাচ্ছি না আর
কার সাথে জোরগা করতে চাচ্ছি না
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১২ ডিসেম্বর, ২০২০
৩XP২+RHQ
৩৮৩৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি একটি সিকিউরিটি কোম্পানিতে চাকরি করি। কিন্তু আমার পোষ্ট টি একটি সুদি ব্যাংক প্রতিষ্ঠানে পড়েছে। সেটি আমি আগে থেকে জানতাম। এই বিষয়ে আমি আগে তেমন কিছু ভাবিনি। কিন্তু এখন আমার মনে সন্দেহ হচ্ছে আমার চাকরির বেতনটা কি হালাল হচ্ছে। যেহেতু আমার বেতন টা ব্যাংক থেকেই আমার কোম্পানির কাছে যাচ্ছে। ক্বুরআন ও হাদিসের আলোকে বিষয়টি জানালে আমি আপনার নিকট কৃতজ্ঞ থাকিব। দ্রুত উত্তর প্রদান করলে খুবই উপক্রিত হব। বিষয়টি আমার কাছ খুবই গুরুত্বপূর্ণ। জাযাকাল্লাহু খায়ের।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতী ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১৪ ডিসেম্বর, ২০২০
সাতকানিয়া
আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর | মুসলিম বাংলা