প্রশ্নঃ ৫৭৩৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, 🤲 আসসালামু আলাইকুম🤲
প্রশ্নঃ তারাবির নামাজ কি এক সালামে চার রাকাআত পড়া যাবে? নাকি দুই রাকাআত করে পড়তে হবে?
যদি কেউ চার রাকাআত করে পড়ে, তাহলে তার নামাজ হবে কি না?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
তারাবীহের নামায দুই রাকাআত দুই রাকাআত করে পড়া সুন্নত। কেউ যদি একসঙ্গে চার রাকাআত পড়ে নেয়। মাঝখানে আত্তাহিয়্যাতু বৈঠক করে। সেক্ষেত্রে তার নামায হয়ে যাবে। তবে উত্তম নয়।
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ، قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ أَخْبَرَنِي سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ إِنَّ رَجُلاً قَالَ يَا رَسُولَ اللَّهِ، كَيْفَ صَلاَةُ اللَّيْلِ قَالَ " مَثْنَى مَثْنَى، فَإِذَا خِفْتَ الصُّبْحَ فَأَوْتِرْ بِوَاحِدَةٍ ".
‘আবদুল্লাহ্ ইব্নু ‘উমর রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
একজন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ্র রাসূল! রাতের বেলা সালাতের পদ্ধতি কি? তিনি বললেনঃ দু’ দু’ রাক’আত করে। আর ফজর হয়ে যাওয়ার আশঙ্কা করলে (দু'রাকাআতের সঙ্গে) এক রাক’আত মিলিয়ে বিত্র করে নিবে।
সহিহ বুখারী, হাদিস নং ১১৩৭
والله اعلم بالصواب
উত্তর দাতা:
মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন