আত্-তারগীব ওয়াত্-তারহীব- ইমাম মুনযিরী রহঃ

الترغيب والترهيب للمنذري

১৭. অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ - এর পরিচ্ছেদসমূহ

মোট হাদীস ২০ টি

হাদীস নং: ৩০৯৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
অধ্যায়: পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।

সাদা কাপড় পরিধানের প্রতি অনুপ্রেরণা
৩০৯৭. হযরত ইবনে আব্বাস (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সাদা কাপড় পরিধান করবে। কেননা, তা-ই তোমাদের কাপড়সমূহের মধ্যে উত্তম এবং তোমাদের মৃতদের তা দ্বারা কাফন দেবে।
(আবু দাউদ, তিরমিযী, ইমাম তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান-সহীহ এবং ইবনে হিব্বানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
كتاب اللبَاس والزينة
التَّرْغِيب فِي لبس الْأَبْيَض من الثِّيَاب
3097 - عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ البسوا من ثيابكم الْبيَاض فَإِنَّهَا من خير ثيابكم وكفنوا فِيهَا مَوْتَاكُم
رَوَاهُ أَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ৩০৯৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
অধ্যায়: পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।
সাদা কাপড় পরিধানের প্রতি অনুপ্রেরণা
৩০৯৮. হযরত সামুরা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: তোমরা সাদা কাপড় পরিধান করবে। কেননা, তা অধিক পবিত্র ও উত্তম এবং তোমাদের মৃতদের তা দ্বারা কাফন দেবে।
(তিরমিযী, ইমাম আবু ঈসা তিরমিযী (র) বলেন: হাদীসটি হাসান-সহীহ। নাসাঈ, ইবনে মাজাহ এবং হাকিম। ইমাম হাকিম (র) বলেনঃ বুখারী, মুসলিমের শর্তানুযায়ী হাদীসটি সহীহ।)
كتاب اللباس
كتاب اللبَاس والزينة
التَّرْغِيب فِي لبس الْأَبْيَض من الثِّيَاب
3098- وَعَن سَمُرَة رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم البسوا الْبيَاض فَإِنَّهَا أطهر وَأطيب وكفنوا فِيهَا مَوْتَاكُم

رَوَاهُ التِّرْمِذِيّ وَقَالَ حَدِيث حسن صَحِيح وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَالْحَاكِم وَقَالَ صَحِيح على شَرطهمَا
হাদীস নং: ৩০৯৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
অধ্যায়: পোশাক-পরিচ্ছদ ও সাজসজ্জা।
সাদা কাপড় পরিধানের প্রতি অনুপ্রেরণা
৩০৯৯. হযরত আবু দারদা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেছেন: যা পরিধান করে তোমরা কবরে এবং মসজিদে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তন্মধ্যে সর্বোত্তম হল সাদা কাপড়।
(ইবন মাজাহ বর্ণিত।)
كتاب اللباس
كتاب اللبَاس والزينة
التَّرْغِيب فِي لبس الْأَبْيَض من الثِّيَاب
3099- وَرُوِيَ عَن أبي الدَّرْدَاء رَضِي الله عَنهُ قَالَ قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أحسن مَا زرتم الله عز وَجل بِهِ فِي قبوركم ومساجدكم الْبيَاض

رَوَاهُ ابْن مَاجَه
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১০০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০০. হযরত উম্মু সালামা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন: রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে সর্বাধিক প্রিয় পোশাক ছিল জামা।
(আবু দাউদ, নাসাঈ, তিরমিযী হাসান সনদে হাকিম এবং তাঁর সহীহ্ গ্রন্থে এবং ইবনে মাজাহ নিজ শব্দযোগে বর্ণনা করেন। তাঁর বর্ণনাটি আবু দাউদের ন্যায়। রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে জামা অপেক্ষা অধিক প্রিয় কোন পোশাক ছিল না।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3100- عَن أم سَلمَة رَضِي الله عَنْهَا قَالَت كَانَ أحب الثِّيَاب إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم الْقَمِيص

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَالتِّرْمِذِيّ وَحسنه وَالْحَاكِم وَصَححهُ وَابْن مَاجَه
وَلَفظه وَهُوَ رِوَايَة لأبي دَاوُد لم يكن ثوب أحب إِلَى رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم من الْقَمِيص
হাদীস নং: ৩১০১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০১. হযরত আবু হুরায়রা (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, যে ব্যক্তি পরিধেয় বস্ত্র টাখনুর গিরার নিচে ঝুলিয়ে দেবে, সে জাহান্নামে যাবে।
(বুখারী ও নাসাঈ)
ইমাম নাসাঈ (রা)-এর বর্ণনায় আছে, মু'মিনের পরিধেয় বস্ত্র হবে পায়ের নলা পর্যন্ত প্রবলাম্বিত। এরপর তা হতে পারে অর্ধনলা পর্যন্ত। এরপর তা হতে পারে টাখনু পর্যন্ত। টাখনুর গিরার নিচে যে বস্ত্র পরিধান করবে সে জাহান্নামী।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3101- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ مَا أَسْفَل من الْكَعْبَيْنِ من الْإِزَار فَفِي النَّار

رَوَاهُ البُخَارِيّ وَالنَّسَائِيّ

وَفِي رِوَايَة النَّسَائِيّ إزرة الْمُؤمن إِلَى عضلة سَاقه ثمَّ إِلَى نصف سَاقه ثمَّ إِلَى كَعبه وَمَا تَحت الْكَعْبَيْنِ من الْإِزَار فَفِي النَّار
হাদীস নং: ৩১০২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০২. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। তিনি বলেছেন: রাসূলুল্লাহ্ (ﷺ) বস্ত্র পরিধানের ব্যাপারে যা বলেছেন, তা হল: জামা।
(আবু দাউদ।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3102- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ مَا قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم فِي الْإِزَار فَهُوَ فِي الْقَمِيص

رَوَاهُ أَبُو دَاوُد
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১০৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৩. হযরত আলা ইবনে আবদুর রহমান (র) তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেনঃ আমি আবু সাঈদ (রা)-এর কাছে পরিধেয় বস্ত্র সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন, প্রকৃত বিষয় অবগত হওয়ার মত ব্যক্তির নিকটই তুমি পৌঁছেছ। রাসুলুল্লাহ্ (ﷺ) বলেছেন: মু'মিনের পরিধেয় বস্ত্র নলার মাঝামাঝি থাকা চাই এবং তাতে দোষ নেই অথবা তিনি বলেছেন: টাখনুর গিরার মধ্যবর্তী হওয়ায় কোন দোষ নেই। কিন্তু টাখনুর নিচে যা প্রলম্বিত হবে, তা দোযখে যারে। আর যে ব্যক্তি অহংকারবশত পরিধেয় বস্ত্র হেঁচড়ায়ে চলে, কিয়ামতের দিন আল্লাহ্ তা'আলা তার প্রতি তাকাবেন না।
(মালিক, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ ও ইবনে হিববানের সহীহ গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3103- وَعَن الْعَلَاء بن عبد الرَّحْمَن رَضِي الله عَنهُ عَن أَبِيه قَالَ سَأَلت أَبَا سعيد عَن الْإِزَار فَقَالَ على الْخَبِير بهَا سَقَطت
قَالَ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أزرة الْمُؤمن إِلَى نصف السَّاق وَلَا حرج أَو قَالَ لَا جنَاح عَلَيْهِ فِيمَا بَينه وَبَين الْكَعْبَيْنِ وَمَا كَانَ أَسْفَل من ذَلِك فَهُوَ فِي النَّار وَمن جر إزَاره بطرا لم ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة

رَوَاهُ مَالك وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه
হাদীস নং: ৩১০৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৪. হযরত আনাস (রা) থেকে বর্ণিত। হুমায়দ বলেন, নবী (ﷺ) বলেছেন, পরিধেয় বস্ত্র অর্ধনলা পর্যন্ত পরিধান করা চাই। উক্ত বর্ণনাটি সাহাবীদের নিকট কষ্টকর মনে হল। এরপর তিনি বলেন, অন্যথায় পায়ের গোড়ালী পর্যন্ত। তবে এর নিচে পরিধান করায় কোন কল্যাণ নেই।
(আহমাদ, তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3104- وَعَن أنس رَضِي الله عَنهُ قَالَ حميد كَأَنَّهُ يَعْنِي النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الْإِزَار إِلَى نصف السَّاق فشق عَلَيْهِم فَقَالَ أَو إِلَى الْكَعْبَيْنِ لَا خير فِيمَا فِي أَسْفَل من ذَلِك

رَوَاهُ أَحْمد وَرُوَاته رُوَاة الصَّحِيح
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১০৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৫. হযরত যায়িদ ইবনে আসলাম (র) থেকে হযরত ইবনে উমার (রা) সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমি পরিধেয় বস্ত্র পরিধান করে শব্দ করতে করতে নবী (ﷺ)-এর নিকট গেলাম। তখন তিনি বলেন: এ ব্যক্তি কে? আমি বললাম, আবদুল্লাহ ইবনে উমার। তিনি বলেনঃ তুমি আবদুল্লাহ হলে তোমার পরিধেয় বস্ত্র তুলে নাও। আমি তখনই আমার পরিধেয় বস্ত্র দুই পায়ের অর্থনলা পর্যন্ত উঠিয়ে নিলাম। আর ইনতিকাল পর্যন্ত আমি পরিধেয় বস্তু এরূপই রেখেছি।
(আহমাদ বর্ণিত, তার বর্ণনাকারীগণ বিশ্বস্ত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3105- وَعَن زيد بن أسلم عَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا قَالَ دخلت على النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم وَعلي إِزَار يتقعقع فَقَالَ من هَذَا فَقلت عبد الله بن عمر قَالَ إِن كنت عبد الله فارفع إزارك فَرفعت إزَارِي إِلَى نصف السَّاقَيْن فَلم تزل أزرته حَتَّى مَاتَ

رَوَاهُ أَحْمد وَرُوَاته ثِقَات
হাদীস নং: ৩১০৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৬. হযরত আবু যার গিফারী (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, কিয়ামতের দিন আল্লাহ্ তিনদল লোকের সাথে কথা বলবেন না, তাদের প্রতি তাকাবেন না এবং তাদের পবিত্র করবে না, আর তাদের জন্য রয়েছে মারাত্মক শাস্তি। তিনি (রাবী) বলেন, রাসুলুল্লাহ (ﷺ) উপরোক্ত বাক্যটি তিনবার বলেন। হযরত আবু যার (রা) বলেনঃ ইয়া রাসুলাল্লাহ! কারা ধ্বংস হয়েছে এবং কারা ক্ষতিগ্রস্থ হয়েছে। তিনি বলেনঃ যে ব্যক্তি কাপড় ঝুলিয়ে পরিধান করে, দান করে খোঁটা দেয় এবং যে মিথ্যা শপথ করে কোন বস্তু ব্যয় করে। অন্য বর্ণনায় আছে, কাপড় ঝুলিয়ে পরিধানকারী।
(মুসলিম, আবু দাউদ, তিরমিয়ী, নাসাঈ ও ইবনে মাজাহ থেকে বর্ণিত।
المسبل - যে ব্যক্তি কাপড় ঝুলিয়ে পরিধান করে এবং তা অধিকাংশ সময় অহংকারবশত হয়ে থাকে।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3106- وَعَن أبي ذَر الْغِفَارِيّ رَضِي الله عَنهُ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ ثَلَاثَة لَا يكلمهم الله يَوْم
الْقِيَامَة وَلَا ينظر إِلَيْهِم وَلَا يزكيهم وَلَهُم عَذَاب أَلِيم
قَالَ فقرأها رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم ثَلَاث مَرَّات
قَالَ أَبُو ذَر خابوا وخسروا من هم يَا رَسُول الله قَالَ المسبل والمنان والمنفق سلْعَته بِالْحلف الْكَاذِب
وَفِي رِوَايَة المسبل إزَاره

رَوَاهُ مُسلم وَأَبُو دَاوُد وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه

المسبل هُوَ الَّذِي يطول ثَوْبه ويرسله إِلَى الأَرْض كَأَنَّهُ يفعل ذَلِك تجبرا واختيالا
হাদীস নং: ৩১০৭
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৭. হযরত ইবনে উমার (রা) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, পরিধেয় বস্ত্র জামা ও পাগড়ী ঝুলিয়ে
পরিধানের ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। সুতরাং যে ব্যক্তি অহংকার বশত এর কোন একটি হেঁচড়ায়ে পরবে, কিয়ামতের দিন আল্লাহ তার দিকে তাকাবেন না।
(আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ (র) প্রমুখ আবদুল আযীয ইবনে আবু রাওয়াদ (র) সূত্রে বর্ণনা করেন। জমহুর মুহাদ্দিস তাঁর বিশ্বস্ততার স্বীকৃতি দিয়েছেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3107- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ الإسبال فِي الْإِزَار والقميص والعمامة من جر شَيْئا خُيَلَاء لم ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة

رَوَاهُ أَبُو دَاوُد وَالنَّسَائِيّ وَابْن مَاجَه من رِوَايَة عبد الْعَزِيز بن أبي رواد وَالْجُمْهُور على توثيقه
হাদীস নং: ৩১০৮
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৮. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি অহংকারবশত পরিধের বস্ত্র টানুর নিচে ঝুলিয়ে পরিধান করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না।
(মালিক, বুখারী, মুসলিম, তিরমিযী ও ইবনে মাজাহ, বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3108- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَيْضا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ينظر الله يَوْم الْقِيَامَة إِلَى من جر ثَوْبه خُيَلَاء

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَالتِّرْمِذِيّ وَالنَّسَائِيّ وَابْن مَاجَه
হাদীস নং: ৩১০৯
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১০৯. হযরত আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত। রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ যে ব্যক্তি অহংকারবশত টাখনুর নিচে পরিধের বস্ত্র ঝুলিয়ে পরিধান করে, কিয়ামতের দিন আল্লাহ্ তার প্রতি তাকাবেন না।
(মালিক, বুখারী, মুসলিম ও ইবনে মাজাহ বর্ণিত। তবে হযরত ইবনে মাজাহ (র)-এর বর্ণনায় من جر ثوبه من الخيلاء যে ব্যক্তি অহংকারবশত কাপড় ঝুলিয়ে পরে' উল্লেখ রয়েছে।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3109- وَعَن أبي هُرَيْرَة رَضِي الله عَنهُ أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ لَا ينظر الله يَوْم الْقِيَامَة إِلَى من جر إزَاره بطرا

رَوَاهُ مَالك وَالْبُخَارِيّ وَمُسلم وَابْن مَاجَه إِلَّا أَنه قَالَ من جر ثَوْبه من الْخُيَلَاء
হাদীস নং: ৩১১০
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১০. হযরত ইবনে উমার (রা) থেকে বর্ণিত। রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন: যে ব্যক্তি অহংকারবশত কাপড় টাখনুর গিরার নিচে ঝুলিয়ে পরিধান করে, আল্লাহ্ কিয়ামতের দিন তার দিকে তাকাবেন না। (একথা শুনে) আবু বকর সিদ্দীক (রা) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পরিধেয় বস্ত্র ঝুলে পড়ে, তবে যাতে না পড়ে সে দিকে আমি খেয়াল রাখি। তখন রাসুলুল্লাহ (ﷺ) তাকে বলেনঃ যে ব্যক্তি অহংকারবশত তা করে (তাদের ক্ষেত্রে এ বিধান প্রযোজ্য, আর) তুমি তাদের অন্তর্ভুক্ত নও।
(বুখারী, মুসলিম, আবু দাউদ ও নাসাঈ বর্ণিত।
মুসলিমের অন্য বর্ণনা আছে, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ)-কে আমার এই দুই কানে বলতে শুনেছি, "যে ব্যক্তি অহংকারবশত পরিধেয় বস্ত্র টাখনুর গিরার নিচে ঝুলিয়ে পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তার প্রতি তাকাবে না।"
والخيلاء - অহংকার প্রকাশ করা ও নিজের পসন্দসই হওয়া।
والمخيلة - অহংকার করা এবং মানুষকে তুচ্ছ জ্ঞান করার অর্থে ব্যবহৃত হয়।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3110- وَعَن ابْن عمر رَضِي الله عَنْهُمَا أَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم قَالَ من جر ثَوْبه خُيَلَاء لم ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة فَقَالَ أَبُو بكر الصّديق رَضِي الله عَنهُ يَا رَسُول الله إِن إزَارِي
يسترخي إِلَّا أَن أتعاهده فَقَالَ لَهُ رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم إِنَّك لست مِمَّن يَفْعَله خُيَلَاء

رَوَاهُ البُخَارِيّ وَمُسلم وَأَبُو دَاوُد وَالنَّسَائِيّ
وَلَفظ مُسلم قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم بأذني هَاتين يَقُول من جر إزَاره لَا يُرِيد بذلك إِلَّا المخيلة فَإِن الله عز وَجل لَا ينظر إِلَيْهِ يَوْم الْقِيَامَة
الْخُيَلَاء بِضَم الْخَاء الْمُعْجَمَة وَكسرهَا أَيْضا وبفتح الْيَاء الْمُثَنَّاة تَحت ممدودا هُوَ الْكبر وَالْعجب
والمخيلة بِفَتْح الْمِيم وَكسر الْخَاء الْمُعْجَمَة من الاختيال وَهُوَ الْكبر واستحقار النَّاس
হাদীস নং: ৩১১১
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১১. হযরত মুগীরা ইবনে শু'বা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে সুফিয়ান ইবনে
আবু সাহলের কোমর ধরতে দেখলাম। তিনি তার (কোমর ধরে) বললেনঃ হে আবু সুফিয়ান! তুমি তোমার পরিধের বস্ত্র ঝুলিয়ে পরিধান করবে না। কেননা, আল্লাহ্ পরিধেয় বস্ত্র ঝুলিয়ে পরিধানকারীকে ভালবাসেন না।
(ইবনে মাজাহ ও ইবনে হিব্‌বানের সহীহ গ্রন্থে নিজ শব্দে বর্ণিত।
হাফিয আবদুল আযীম মুনযিরী (র) বলেন, ইনশাআল্লাহ طلقة الوجه حديث أبي جرى الهجيمي শীর্ষক অনুচ্ছেদ সামনে আসবে এবং তাতে এও উল্লেখ আছে যে واياك إسبال الإزار فإنه من المخيلة ولا يحبها الله তোমরা পরিধের বস্ত্র ঝুলিয়ে পরিধান থেকে বিরত থাক। কেননা, তাতে রয়েছে অহংকার আর আল্লাহ্ অহংকারীকে ভালোবাসেন না"।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3111- وَعَن الْمُغيرَة بن شُعْبَة رَضِي الله عَنهُ قَالَ رَأَيْت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَخذ بحجزة سُفْيَان بن أبي سهل فَقَالَ يَا سُفْيَان لَا تسبل إزارك فَإِن الله لَا يحب المسبلين

رَوَاهُ ابْن مَاجَه وَابْن حبَان فِي صَحِيحه وَاللَّفْظ لَهُ

قَالَ الْحَافِظ وَيَأْتِي إِن شَاءَ الله تَعَالَى فِي طلاقة الْوَجْه حَدِيث أبي جري الهُجَيْمِي وَفِيه وَإِيَّاك وإسبال الْإِزَار فَإِنَّهُ من المخيلة وَلَا يُحِبهَا الله
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১১২
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১২. হযরত হাবীব ইবনে মুগফিল (রা) থেকে বর্ণিত। তিনি দেখতে পান যে, মুহাম্মাদ কারশী দাঁড়িয়ে আছে এবং তার পরিধেয় বস্ত্র টাখনুর নিচে ঝুলছে। তখন হাবীব (রা) বলেন, আমি রাসূলুল্লাহ্-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি অহংকারবশত কাপড় পরে চলাফেরা করে, সে তা ঝুলন্ত অবস্থায়ই জাহান্নামে যাবে।
(আহমাদ উত্তম সনদে, আবু ই'আলা ও তাবারানী বর্ণনা করেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3112- وَعَن هبيب بن مُغفل بِضَم الْمِيم وسكونالمعجمة وَكسر الْفَاء رَضِي الله عَنهُ أَنه رأى مُحَمَّدًا الْقرشِي قَامَ فجر إزَاره فَقَالَ هبيب سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من وَطئه خُيَلَاء وَطئه فِي النَّار

رَوَاهُ أَحْمد بِإِسْنَاد جيد وَأَبُو يعلى وَالطَّبَرَانِيّ
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১১৩
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১৩. হযরত বুরায়দা (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা আমরা নবী (ﷺ)-এর নিকট (বসা) ছিলাম। এমন সময় এক কুরাইশ বংশের এক লোক টাখনুর নিচে চাদর ঝুলিয়ে অহংকারী বেশে এলো। যখন সে নবী (ﷺ) থেকে (বিদায় নেয়ার জন্য) উঠল, তখন তিনি বললেনঃ হে বুরায়দা! এই কাজের দরুন কিয়ামতের দিন আল্লাহ তার সাওয়াব ওজন করবেন না।
(বাযযার বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3113- وَرُوِيَ عَن بُرَيْدَة رَضِي الله عَنهُ قَالَ كُنَّا عِنْد النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم فَأقبل رجل من قُرَيْش يخْطر فِي حلَّة لَهُ فَلَمَّا قَامَ عَن النَّبِي صلى الله عَلَيْهِ وَسلم قَالَ يَا بُرَيْدَة هَذَا لَا يُقيم الله لَهُ يَوْم الْقِيَامَة وزنا

رَوَاهُ الْبَزَّار
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১১৪
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১৪. হযরত জাবির ইবনে আবদুল্লাহ্ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা জড়ো হয়ে বসাছিলাম। এমন সময় রাসূলুল্লাহ (ﷺ) আমাদের কাছে আসেন। তিনি বলেন: হে মুসলিম সমাজ! তোমরা আল্লাহকে ভয় করবে এবং তোমাদের আত্মীয়তার সম্পর্ক অটুট রাখবে। কেননা, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখার চেয়ে দ্রুত সাওয়াব প্রাপ্তির অন্য কোন কাজ নেই। তোমরা বিদ্রোহ করা থেকে বিরত থাকবে। কেননা, বিদ্রোহ করার চেয়ে অন্য কোন কাজে অধিক শাস্তি নেই। তোমরা পিতামাতার আবাধ্যতা থেকে বিরত থাকবে। কেননা, এক হাজার বছরের দূরবর্তী স্থান থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া গেলেও আল্লাহর শপথ, পিতামাতার অবাধ্য সন্তান, আত্মীয়তার সম্পর্কচ্ছেদকারী, বৃদ্ধ ব্যভিচারী এবং অহংকারবশত পরিধেয় বস্ত্র টাখনুর নিচে ঝুলিয়ে পরিধানকারী জান্নাতের সুঘ্রাণ পাবে না। আর মাহাত্ম্য, বড়ত্ব ও অহংকার কেবলমাত্র জগতসমূহের প্রতিপালক আল্লাহর জন্য।
(তাবারানীর আওসাত গ্রন্থে বর্ণিত।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3114- وَرُوِيَ عَن جَابر بن عبد الله رَضِي الله عَنْهُمَا قَالَ خرج علينا رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم
وَنحن مجتمعون فَقَالَ يَا معشر الْمُسلمين اتَّقوا الله وصلوا أَرْحَامكُم فَإِنَّهُ لَيْسَ من ثَوَاب أسْرع من صلَة الرَّحِم
وَإِيَّاكُم وَالْبَغي فَإِنَّهُ لَيْسَ من عُقُوبَة أسْرع من عُقُوبَة بغي
وَإِيَّاكُم وعقوق الْوَالِدين فَإِن ريح الْجنَّة يُوجد من مسيرَة ألف عَام وَالله لَا يجدهَا عَاق وَلَا قَاطع رحم وَلَا شيخ زَان وَلَا جَار إزَاره خُيَلَاء إِنَّمَا الْكِبْرِيَاء لله رب الْعَالمين الحَدِيث

رَوَاهُ الطَّبَرَانِيّ فِي الْأَوْسَط
tahqiq

তাহকীক:

হাদীস নং: ৩১১৫
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১৫. হযরত ইবনে মাসউদ (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি অহংকারবশত টাখনুর নিচে কাপড় ঝুলিয়ে পরিধান করবে, কিয়ামতের দিন আল্লাহ্ তার প্রতি তাকাবেন না, যদিও সে আল্লাহর উদ্দেশ্যে অনেক নেকআমল করে থাকে।
(তাবারানী (র) আলী ইবনে ইয়াযীদ ইলহানী (র) থেকে বর্ণনা করেন।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3115- وَعَن ابْن مَسْعُود رَضِي الله عَنهُ قَالَ سَمِعت رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم يَقُول من جر ثَوْبه خُيَلَاء لم ينظر الله إِلَيْهِ يَوْم الْقِيَامَة وَإِن كَانَ على الله كَرِيمًا

رَوَاهُ الطَّبَرَانِيّ من رِوَايَة عَليّ بن يزِيد الْأَلْهَانِي
হাদীস নং: ৩১১৬
অধ্যায়ঃ পোশাক-পরিচ্ছদ
জামা পরিধান করার প্রতি অনুপ্রেরণা এবং জামা ও অন্যান্য পোশাক, যা পরিধেয়, তা শরী'আত পরিপন্থী লম্বা করা, অহংকার করে পোশাক টেনে চলা এবং সালাত ও অন্যান্য সময়ে (পায়ের নিচে) ঝুলিয়ে দেয়ার প্রতি ভীতি প্রদর্শন
৩১১৬. হযরত আয়েশা (রা) সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন: আমার কাছে জিব্‌রাঈল (আ) আসেন। তিনি আমাকে বলেন, এ হচ্ছে ১৫ শাবানের রাত। অদ্য আল্লাহ্ তা'আলা জাহান্নাম থেকে বনী কালবের বকরীর পশম সংখ্যক লোককে মুক্তি দেবেন। তবে আল্লাহ্ মুশরিক, অধিক ঝগড়াটে, আত্মীয়তার সম্পর্কোচ্ছেদকারী, পিতামাতার অবাধ্য সন্তান ও মদ্যপায়ীর প্রতি (রহমতের দৃষ্টিতে) তাকাবেন না।
(বায়হাকী।)
كتاب اللباس
التَّرْغِيب فِي الْقَمِيص والترهيب من طوله وَطول غَيره مِمَّا يلبس وجره خُيَلَاء وإسباله فِي الصَّلَاة وَغَيرهَا
3116- وَرُوِيَ عَن عَائِشَة رَضِي الله عَنْهَا عَن رَسُول الله صلى الله عَلَيْهِ وَسلم أَنه قَالَ أَتَانِي جِبْرِيل عَلَيْهِ السَّلَام فَقَالَ لي هَذِه لَيْلَة النّصْف من شعْبَان وَللَّه فِيهَا عُتَقَاء من النَّار بِعَدَد شعر غنم كلب لَا ينظر الله فِيهَا إِلَى مُشْرك وَلَا إِلَى مُشَاحِن وَلَا إِلَى قَاطع رحم وَلَا إِلَى عَاق لوَالِديهِ وَلَا إِلَى مدمن خمر

رَوَاهُ الْبَيْهَقِيّ
tahqiq

তাহকীক: